Advertisement
২০ এপ্রিল ২০২৪

দোল খেলার সময় বেছে নিন সঠিক অন্তর্বাস

দোল খেলার তোড়জোড় শুরু করে দিয়েছেন নিশ্চয়ই? রং কেনা, ভাঙ তৈরি, পোশাক বেছে রাখা— সব প্ল্যানিংই করে ফেলেছেন। অন্তর্বাস বেছে রেখেছেন কি? মনে রাখবেন দোল খেলার সময় হাল্কা সুতির পোশাক পরার প্রয়োজন, তেমনই সঠিক অন্তর্বাস পরারও প্রয়োজন রয়েছে।

শেষ আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০১৮ ১৪:০৯
Share: Save:

দোল খেলার তোড়জোড় শুরু করে দিয়েছেন নিশ্চয়ই? রং কেনা, ভাঙ তৈরি, পোশাক বেছে রাখা— সব প্ল্যানিংই করে ফেলেছেন। অন্তর্বাস বেছে রেখেছেন কি? মনে রাখবেন দোল খেলার সময় হাল্কা সুতির পোশাক পরার প্রয়োজন, তেমনই সঠিক অন্তর্বাস পরারও প্রয়োজন রয়েছে। না হলে অপ্রীতিকর অবস্থায় পড়তে পারেন আপনি নিজেই। জেনে নিন অন্তর্বাস নিয়ে তিনটে টিপ্‌স।

১। টি-শার্ট ব্রা: দোল খেলার সময় যতটা সম্ভব আরামদায়ক পোশাক পরার যেমন প্রয়োজন রয়েছে তেমনই এমন অন্তর্বাসের প্রয়োজন যাতে কোনও ভাবেই জলে ভিজে আপনার শরীরের ভাঁজ প্রকট হয়ে না ওঠে। তাই লেস বা প্যাডেড কাপের স্টাইলিশ ব্রা না পরে সাধারণ টি-শার্ট ব্রা পরে দোল খেলুন।

২। ইনার: শুধু ব্রা নয়, দোল খেলার সময় অবশ্যই ভিতরে ইনার বা কেমিসোল পরুন। ছেলেরাও ভিতরে স্যান্ডো গেঞ্জি পরতে ভুলবেন না। হালকা রঙের শার্ট বা কুর্তা ভিজে গায়ে সেঁটে গেলে দেখতে অশালীন যেমন লাগবে তেমনই ঠান্ডা লেগে সর্দি বসে যেতে পারে।

৩। গাঢ় ব্রিফ: ব্রা বা ব্রিফ যাই পরুন না কেন তা যেন উজ্জ্বল রঙের বা ছাপা না হয়।

আরও পড়ুন: শ্যাম্পু করার সময় যে ৫ ভুল আমরা করি

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Holi inner bra
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE