রোজের খাবার গরম, টুকিটাকি রান্না হয়। তবে নিয়মিত গ্যাস অভেনটি লোকে পরিষ্কার করলেও মাইক্রোঅয়েভ অভেন পরিষ্কারের দিকে কারও নজর থাকে না। নিয়মিত খাবার গরম করার ফলে মাইক্রোঅয়েভ অভেনের ভিতরটাও তেলচিটে হয়ে যায়। যন্ত্রটি ঠিকমতো পরিষ্কার না করলে তা স্বাস্থ্যের পক্ষেও ক্ষতিকর হতে পারে।
মাইক্রোঅয়েভ অভেন পরিষ্কার করা মোটেই ঝক্কির নয়। বরং অভেনের নিজস্ব বৈশিষ্ট্য কাজে লাগিয়েই যন্ত্রটি পরিষ্কার রাখা যায়। নিয়ম সহজ। মাইক্রোঅয়েভ অভেনে রান্না করা যায় এমন কাচ পাত্রে কিছুটা জল নিয়ে তাতে সাদা ভিনিগার ঢেলে দিন ২-৩ টেবিল চামচ। তার উপর উচ্চ তাপমাত্রায় ৩ মিনিট মাইক্রোওয়েভ চালিয়ে রাখুন। জলের বাষ্প থেকেই ভিতরটা পরিষ্কার হয়ে যাবে। সাদা ভিনিগার থাকায়, মাছ-মাংসের গন্ধও চলে যাবে। এর পরে পরিষ্কার কাপড় ভিজিয়ে অভেনের ভিতরের অংশটি পরিষ্কার করে নিলেই চলবে।
কোনও কোনও মাইক্রোঅয়েভ অভেনে আলাদা করে স্টিম ক্লিনিং বা বাষ্পের সাহায্যে পরিষ্কারের বোতামও থাকে। সেই সুবিধা থাকলে একই পদ্ধতিতে অভেন পরিষ্কার করে নিতে পারেন।
এ ছাড়া গ্রিল পদ্ধতি ব্যবহার করলেও, ভিতরে জমে থাকা খাবারের কণা, ময়লা বেরিয়ে আসে।