কিছু দিনেই মথুরা আর বৃন্দাবনের মধ্যে চালু হবে লঞ্চ পরিষেবা। ছবি- সংগৃহীত
তীর্থযাত্রীরা এক কালে অনেক কষ্ট করেই গন্তব্যে পৌঁছতেন। এখনও বহু জায়গায় এমনই রীতি। তবে মনের মতো ব্যবস্থা না থাকলে ধর্মস্থানে যেতে চান না বহু পর্যটক। তেমন ভ্রমণার্থীদেরও ধর্মস্থানে নিয়ে যাওয়ার জন্য বিশেষ ব্যবস্থা করছে কেন্দ্র।
কেন্দ্রের তরফে ঘোষণা করা হয়, কিছু দিনেই মথুরা আর বৃন্দাবনের মধ্যে চালু হবে লঞ্চ পরিষেবা। কর্তাদের ধারণা, এই লঞ্চ পরিষেবা চালু হলে আগরা ঘুরতে যাওয়ার পথেও অনেক পর্যটক আসবেন মথুরা-বৃন্দাবনে।
জাহাজ পরিবহণমন্ত্রী সর্বানন্দ সোনওয়ালের বক্তব্য, যমুনার উপর লঞ্চ পরিষেবা চালু করা গেলে অনেকেই মথুরা, বৃন্দাবনের মতো ধর্মস্থান দেখতে উৎসাহী হবেন। তিনি বলেন, ‘‘যমুনায় জলপথ উন্নয়ন করার পরিকল্পনা হচ্ছে। কাজ হয়ে গেলে গোকুল, মথুরা ও বৃন্দাবনের মধ্যে যোগাযোগ স্থাপন করা সম্ভব হবে।’’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy