জেলা পুলিশের উদ্যোগে চক্ষু পরীক্ষা শিবির হয়ে গেল আদ্রার আড়রা গ্রামে। রবিবার দুপুরে গ্রামের মেটা পাড়ার মনসা মন্দিরে অনুষ্ঠিত ওই শিবিরে উপস্থিত ছিলেন পুরুলিয়ার অতিরিক্ত পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য, আড়রা পঞ্চায়েতের প্রধান মধুসূদন দাস, তৃণমূলের আদ্রার সভাপতি ধনঞ্জয় চৌবে প্রমুখ। পুলিশ জানিয়েছে, পাড়া ব্লকের স্বামী লোকেশ্বরানন্দ আই ফাউন্ডেশনের সহায়তায় ওই শিবিরে মোট ১০৪ জনের চোখ পরীক্ষা হয়েছে। যাঁদের ছানি ধরা পড়েছে, তাঁদের পরবর্তী সময়ে অস্ত্রোপচার করানো হবে।