Advertisement
০৫ মে ২০২৪
Facebook

ফেসবুকে অ্যাকাউন্ট খুলতেও কি এ বার আধার লাগবে?

এ বার কি ফেসবুক ব্যবহারকারীদের জন্যও বাধ্যতামূলক হতে চলেছে আধার? সম্প্রতি নতুন অ্যাকাউন্ট খোলার কয়েক জনকে বলা হয়েছে আধার কার্ডের নাম ব্যবহার করতে। এ নিয়ে গ্রাহকদের প্রশ্নের উত্তর দিয়েছে ফেসবুক ইন্ডিয়া নিজেই।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ২৭ ডিসেম্বর ২০১৭ ১৯:২০
Share: Save:

মোবাইলের সিম থেকে প্যান কার্ড, আধার কার্ডের সংযুক্তি নিয়ে গ্রাহকদের বিভ্রান্তির শেষ নেই। একের পর এক নিত্য নতুন নির্দেশ জারি হচ্ছে।

এ বার কি ফেসবুক ব্যবহারকারীদের জন্যও বাধ্যতামূলক হতে চলেছে আধার? সম্প্রতি নতুন অ্যাকাউন্ট খোলার কয়েক জনকে বলা হয়েছে আধার কার্ডের নাম ব্যবহার করতে। এ নিয়ে গ্রাহকদের প্রশ্নের উত্তর দিয়েছে ফেসবুক ইন্ডিয়া নিজেই।

ফেসবুকের তরফে জানানো হয়েছে, অ্যাকাউন্ট খোলার সময় শুধুমাত্র আধার কার্ডে থাকা নামই লিখুন নতুন গ্রাহকরা। আধার নম্বর বা অন্য কোনও একান্ত ব্যক্তিগত তথ্য দেওয়ার দরকার নেই।

আরও পড়ুন:

এ সপ্তাহেই বন্ধ হতে চলেছে হোয়াট্‌সঅ্যাপ? জানেন কোন কোন ফোনে?

ফোনের আইএমইআই নম্বর জানেন তো? নইলে বিপদে পড়তে পারেন

নতুন অ্যাকাউন্ট খুলতে গেলে প্রথমেই গ্রাহকদের দু’টি অপশন দেয় ফেসবুক। ‘ফার্স্ট নেম’ এবং ‘লাস্ট নেম’। অনেকে নিজের আসল নাম না দিয়ে পছন্দ মতো অন্য নাম বসিয়ে ওই তালিকা পূর্ণ করে অ্যাকাউন্ট তৈরি করেন। কিন্তু আধার কার্ডে থাকা নামই হুবহু বসাতে বলছে ফেসবুক।

তবে গোটা ব্যাপারটা এখন পরীক্ষার স্তরেই রয়েছে বলে ফেসবুক জানিয়েছে। সব নতুন গ্রাহক এই অপশন না-ও পেতে পারেন।

কেন এই নতুন ভাবনা? ফেসবুকের যুক্তি, ঠিক নাম ব্যবহার করলে বন্ধু-বান্ধব-পরিচিত জনেদের সঙ্গে যোগাযোগ হওয়া অনেক সহজ হয়ে যাবে। নতুন ইউসারদের সে কথাই বোঝাতে চাইছেন তারা।

কিন্তু এতে যে মিথ্যে নামে অ্যাকাউন্ট খোলা বন্ধ হবে, এমন কোনও দাবি ফেসবুক করেনি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE