প্রথম দিকে যখন বাড়ি বসে অফিসের কাজের চল শুরু হল, অনেকেই ভেবেছিলেন বেশ মজা। সকালে উঠে তাড়াতাড়ি পোশাক বদলানোর ব্যাপার নেই। যাঁরা স্কুলে পড়ান, তাঁদের ব্যাপার অবশ্য আলাদা। কিন্তু কিছুদিন যেতে না যেতেই সকলে দেখলেন মন ভাল থাকছে না। কিংবা ঘরোয়া পোশাকে থাকতে থাকতে হঠাৎই ভিডিয়ো মিটিংয়ের খবর আসায় উঠে গিয়ে আপনাকে দ্রুত তৈরি হতে হচ্ছে। এ ছাড়া বাড়ির পোশাকে কাজে সেভাবে মনও বসছে না। অফিস ব্যাপারটার সঙ্গে পোশাকও কিন্তু জড়িত। তাই বাড়িতে পরতে পারেন এ রকম কিছু পোশাকের হদিশ রইল এখানে। সুন্দর তো লাগবেই, সেই সঙ্গে আরামও পাবেন!
টি-শার্ট ও পালাজো
ভীষণই আরামদায়ক পোশাক। সারাক্ষণ গায়ে দিয়ে থাকলেও মনে হবে না ভারী কিছু পরে আছেন। অথচ টুক করে ভিডিও মিটিং শুরু হলেও চলে যেতে পারবেন। একটু ঢিলেঢালা টি-শার্ট পরুন, ভাল হয় হালকা রঙের টি-শার্ট পরলে। তাতে গরমে আরাম পাবেন। সারাক্ষণ পরে থাকার পক্ষেও আদর্শ। পালাজো প্যান্ট খুব আরামদায়ক। যেমন খুশি পা ছড়িয়ে বসলেও অসুবিধে হবে না।