একস্টাসি। সাদার্ন অ্যাভিনিউয়ে লেক রোড মোড়ের কাছেই রয়েছে এই রেস্তোরাঁটি।<br> সি-ফু়ড খেতে যাঁরা ভালবাসেন তাঁদের কাছে ইতিমধ্যেই বেশ পছন্দের জায়গা এটি। চাইনিজ খাবার মিললেও সাধ্যের মধ্যে সি-ফুডের জন্য এখানে ঢুঁ মারতে পারেন।<br> অর্ডার করুন স্কুইড ফ্রাই, রেড সি-ফুড নুডলস ও প্যান ফ্রায়েড অক্টোপাস। দু’জনের খাওয়ার খরচ প্রায় ৬০০ টাকার কাছাকাছি।
জয় হিন্দ ধাবা। দিনে, রাতে যে কোনও সময় আসুন— মানুষজনের ভিড়ে সম সময়ই জমজমাট এই রেস্তোরাঁ।<br> ইতিমধ্যেই শহরের ভোজনরসিকদের মন জয় করে নিয়েছে এখানকার পঞ্জাবি খানা। চিকেন ভর্তা, বাটার চিকেন, পনির বাটার মশালা বা তন্দুরি চিকেন নিয়ে জমিয়ে বসতে পারেন এখানে।<br> মাত্র ৫০০ টাকায় সেরে ফেলতে পারেন দু’জনের ডিনার।