Advertisement
E-Paper

বড়দিনে শিশুর জন্য তৈরি করুন রূপকথার জগৎ, ক্রিসমাস ট্রি থেকে বাহারি আলো, ঘর সাজাবেন কী ভাবে?

বড়দিনে সুন্দর করে সাজান শিশুর ঘর। এর জন্য এলাহি আয়োজনের প্রয়োজন নেই। ঘরে থাকা জিনিসই যথেষ্ট। শুধু তার সঠিক প্রয়োগ করতে হবে। আর বেছে নিতে হবে শিশুর পছন্দের নানা রকম রং।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৩ ডিসেম্বর ২০২৫ ১৫:১২
How to beautifully decorate your childs room in Christmas

বড়দিনে শিশুর ঘর সাজানোর সহজ টিপ্‌স। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

ছোটদের ঘর মানেই তাতে নানা রকম রঙের ছোঁয়া থাকতেই হবে। বড়দিনে শিশুর ঘরের সাজও হবে সেই রং ছুঁয়েই। এমন ভাবে ঘরের সাজসজ্জা হবে যে দেখলে মনে হবে একটুকরো রূপকথার জগৎ তৈরি হয়েছে আপনার খুদে সদস্যটির ঘরে। থিম ও রঙের পরিকল্পনায় সৃজনশীলতা ও রুচির ছোঁয়া থাকতে হবে।

থিম ও রঙের ভাবনা

শুরুতেই থিম ভেবে নিন। ‘ক্লাসিক ক্রিসমাস’ থিম ভাবলে লাল ও সাদা রঙের প্রাধান্য থাকতে হবে। যদি ‘উইন্টার ওয়ান্ডারল্যান্ড’ ভাবেন, তা হলে নীল ও রুপোলি রঙের ব্যবহার করতে হবে। মনে হবে এক টুকরো বরফের দেশ। আর যদি ‘ক্যান্ডি ল্যান্ড’ জাতীয় কিছু ভেবে থাকেন, তা হলে নানা রঙের রামধনুতে ভরিয়ে তুলতে হবে ঘর।

সামান্য উপকরণেই দিয়েই সাজাতে পারে শিশুর ঘর।

সামান্য উপকরণেই দিয়েই সাজাতে পারে শিশুর ঘর। ছবি: এআই সহায়তায় প্রণীত।

ঘরের উপকরণেই সাজান ক্রিসমাস ট্রি

শিশুর সাজাতে ক্রিসমাস ট্রি অবশ্যই প্রয়োজন। আপনার পছন্দমতো ক্রিসমাস ট্রি বাড়িতে আনুন। সেটিকে শিশুর পছন্দের খেলনা দিয়েই সাজান। ছোট ছোট টেডি বিয়ার, প্লাস্টিকের বল বা রঙিন ফিতে ঝুলিয়ে দিন। ভারী কাচের বা ধারালো জিনিস ব্যবহার করবেন না। গাছের মাথায় মাথায় উজ্জ্বল একটি সোনালি তারা বা বড় একটি লাল বো বসিয়ে দিন। একটু মোটা ধরনের গ্লিটারি কাগজ রোল করে নিন। অনেকগুলি রোল আঠা দিয়ে জুড়ে ছোট ক্রিসমাস ট্রি বানিয়ে নিন। প্রতিটি গোলের মধ্যে সাদা পুঁতি আঠা দিয়ে বসিয়ে নিন। উপরে একটু চকচকে তারা জুড়ে সুতো দিয়ে ঝুলিয়ে দিন। শিশুর খাটের চারপাশে এই ছোট ছোট ক্রিসমাস ট্রি ঝুলিয়ে দিতে পারেন।

কী ভাবে সাজাবেন ক্রিসমাস ট্রি?

কী ভাবে সাজাবেন ক্রিসমাস ট্রি? ছবি: এআই সহায়তায় প্রণীত।

মায়াবী আলোর সাজ

জানলার কার্নিশ বা দেওয়ালে হালকা হলুদ রঙের ফেয়ারি লাইট ঝুলিয়ে দিন। নক্ষত্র বা স্নো-ফ্লেকের ছবি পড়ে এমন প্রজেক্টর ল্যাম্প জ্বালিয়ে দিন শিশুর খাটের পাশের টেবিলে। আগুনের ঝুঁকি এড়াতে আসল মোমবাতির বদলে, এলইডি মোমবাতি দিয়ে শিশুর ঘর সাজাতে পারেন।

বড়দিনের ছোঁয়া লাগুক বিছানাতেও

লাল বা সবুজ রঙের চাদর এবং সান্তার টুপির মতো দেখতে বালিশের কভার ব্যবহার করুন। ঘরের এক কোনায় নরম গালিচা পেতে কিছু রঙিন কুশন রেখে দিন। সেখানে নানা রকম ছোটদের গল্পের বই দিয়ে সাজান। ওই জায়গায় বসে আপনি শিশুকে গল্প পড়ে শোনাতে পারেন।

সাজুক দেওয়াল ও জানলাও

সরু সুতোয় অনেকগুলো তুলোর বল গেঁথে জানলায় ঝুলিয়ে দিন, মনে হবে বাইরে বরফ পড়ছে। দেওয়ালে ছোট ছোট রঙিন কাগজের ব্যাগ বা রঙিন মোজা আটকে দিন। প্রতিটিতে একটি করে চকোলেট বা ছোটখাটো উপকার রাখুন। সঙ্গে আপনার লেখা একটি করে নোট। এটি শিশুর মন ভাল করে দেবে। লাল ও সাদা বেলুন দিয়ে ঘরের কোনা সাজান।

সেই সঙ্গেই নিরাপত্তার বিষয়টিও মাথায় রাখতে হবে। বিদ্যুতের কোনও তার যেন শিশুর নাগালে না থাকে, তা দেখতে হবে। কাচের জিনিস বা খুব ছোট পুঁতি বা মার্বেলের গুলি ঘর সাজানোয় ব্যবহার করবেন না। এই ধরনের জিনিস শিশুর নাকে-মুখে ঢুকে যেতে পারে। ঘর সাজানোর উপকরণে যেন প্লাস্টিক না থাকে, সেটিও খেয়াল রাখতে হবে। প্লাস্টিকের বদলে রঙিন কাপড়ের ব্যাগই ব্যবহার করুন। ঘরে রঙিন কাগজ কেটে তাই দিয়ে ছোট ছোট উপহারের বাক্স তৈরি করুন। দেখতেও ভাল লাগবে, শিশুর পছন্দও হবে।

Home decor ideas Home Decoration Tips Christmas 2025
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy