Advertisement
২৭ এপ্রিল ২০২৪

রোগীর খাবারের মান বাড়েনি

দিনে দিনে বাড়ছে মাছ, ডিম, মাংস ও শাক-সব্জির দাম। এই অগ্নিমূল্যের বাজারে পুরনো দামে হেঁশেল টানা রীতিমতো সমস্যার হয়ে দাঁড়িয়েছে। শুধু গৃহস্থের সংসারে নয়, এর প্রভাব পড়ছে হাসপাতালের রোগীর পাতেও। কারণ সরকার হাসপাতালের রোগীদের জন্য বরাদ্দ বাড়ালেও তাদের খাবারের মান ততটা বাড়ানো যাচ্ছে না। মামলার ফাঁসে আটকে রয়েছে রোগীদের নতুন নির্ধারিত মূল্যের খাবার।

প্রশান্ত পাল
শেষ আপডেট: ০৯ জুন ২০১৫ ০০:৫৯
Share: Save:

দিনে দিনে বাড়ছে মাছ, ডিম, মাংস ও শাক-সব্জির দাম। এই অগ্নিমূল্যের বাজারে পুরনো দামে হেঁশেল টানা রীতিমতো সমস্যার হয়ে দাঁড়িয়েছে। শুধু গৃহস্থের সংসারে নয়, এর প্রভাব পড়ছে হাসপাতালের রোগীর পাতেও। কারণ সরকার হাসপাতালের রোগীদের জন্য বরাদ্দ বাড়ালেও তাদের খাবারের মান ততটা বাড়ানো যাচ্ছে না। মামলার ফাঁসে আটকে রয়েছে রোগীদের নতুন নির্ধারিত মূল্যের খাবার।
জেলা স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, পুরুলিয়া দেবেন মাহাতো সদর হাসপাতাল, রঘুনাথপুর মহকুমা হাসপাতাল ও পুরুলিয়া মানসিক হাসপাতাল এই তিনটি বড় হাসপাতালে রোগীদের সারাদিনের পথ্যের জন্য বরাদ্দ রয়েছে ৪৯.০৭ টাকা। এই টাকাতেই রোগীদের প্রতিদিন সকালে দু’ টুকরো পাঁউরুটি, একটি সিদ্ধ ডিম, একগ্লাস দুধ ও একটি কলা দেওয়া হয়। দুপুরের পাতে থাকে ভাত, ডাল, তরকারি ও মাছ। রাতেও খাবারের একই মেনু। তবে সোমবার ও বৃহস্পতিবার দুপুরে মাংস দেওয়া হয়। সে দিন মাছ দেওয়া হয় না।

রোগীদের এই পথ্যের দর পুরনো। চলতি বছরের ১ এপ্রিল থেকে নতুন দর নির্ধারিত করেছে স্বাস্থ্য দফতর। পুরুলিয়া জেলা পরিষদের স্বাস্থ্য কর্মাধ্যক্ষ উত্তম বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘চলতি বছরের ১ এপ্রিল থেকে রোগীদের খাবারের নতুন দর ৪৯.০৭ টাকা থেকে বেড়ে হয়েছে ৬৬ টাকা। কিন্তু পুরুলিয়ায় এখনও নতুন দরের পথ্য চালু করা যায়নি।’’ তাঁর কথায়, এতে রোগীরা বঞ্চিত হচ্ছেন। বাড়তি টাকায় তাঁদের আরও একটু ভাল খাবার দেওয়া যেত। কিন্তু কেন চালু করা যাচ্ছে না তা অবশ্য তাঁর জানা নেই। তিনি বিষয়টি জানতে চেয়ে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিককে চিঠি দিয়েছেন। জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক মানবেন্দ্র ঘোষ বলেন, ‘‘রোগীদের পথ্যের নতুন দর নির্ধারিত হয়েছে। এরপরেই আমরা মে মাসে ই-টেন্ডার প্রক্রিয়ায় কাজ কিছুটা এগিয়ে রেখেছি। কিন্তু এই বিষয়টি নিয়ে মামলা হওয়ায় নতুন দর চালু করা যাচ্ছে না।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE