Advertisement
২২ জানুয়ারি ২০২৬
Wedding Guests

বিয়েতে নিমন্ত্রিতদের খুশি করার ৭টি টিপস

বিয়ের মরসুম চলছে। মাঝে একটা মলমাস। তারপরেই আবার বৈশাখ থেকে শুরু হয়ে যাবে ঝাঁকে ঝাঁকে বিয়ে। গত ৮ নভেম্বরের পর বিয়ের খরচ জোগাতে গিয়ে হিমশিম খেতে হয়েছে পাত্র-পাত্রীদের বাড়ির অভিভাবকদর।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২১ ফেব্রুয়ারি ২০১৭ ১৭:৪৫
Share: Save:
০১ ০৭
যে বিয়েবাড়ি বা হলে বিয়ে অনুষ্ঠিত হবে, সেই ঠিকানা বুঝতে অতিথিদের যাতে কোনওরকম অসুবিধা না হয় সেই ব্যবস্থা করতে হবে।

যে বিয়েবাড়ি বা হলে বিয়ে অনুষ্ঠিত হবে, সেই ঠিকানা বুঝতে অতিথিদের যাতে কোনওরকম অসুবিধা না হয় সেই ব্যবস্থা করতে হবে।

০২ ০৭
বিয়েবাড়ির শৌচালয়ের পরিচ্ছন্নতা বজায় রাখুন। অতিথিরা যদি এসে দেখেন যে শৌচালয় অপরিষ্কার তবে তা আপনার জন্য ভীষণ ভাবে লজ্জাজনক। শৌচালয়ের স্বাস্থ্য বজায় রাখুন।

বিয়েবাড়ির শৌচালয়ের পরিচ্ছন্নতা বজায় রাখুন। অতিথিরা যদি এসে দেখেন যে শৌচালয় অপরিষ্কার তবে তা আপনার জন্য ভীষণ ভাবে লজ্জাজনক। শৌচালয়ের স্বাস্থ্য বজায় রাখুন।

০৩ ০৭
অনেক সময় দেখা যায় বিয়েবাড়িতে আমন্ত্রিত অতিথিদের তুলনায় আসন সংখ্যা অনেক কম। এই ব্যাপারটি কিন্তু অতিথিদের জন্য ভীষণ বিরক্তিদায়ক। সেই কারণে চেষ্টা করুন পর্যাপ্ত পরিমাণে বসার আসন রাখার।

অনেক সময় দেখা যায় বিয়েবাড়িতে আমন্ত্রিত অতিথিদের তুলনায় আসন সংখ্যা অনেক কম। এই ব্যাপারটি কিন্তু অতিথিদের জন্য ভীষণ বিরক্তিদায়ক। সেই কারণে চেষ্টা করুন পর্যাপ্ত পরিমাণে বসার আসন রাখার।

০৪ ০৭
সবাই যে আপনার ঠিক করা মেনু পছন্দ করবেন তেমনটা কিন্তু নয়। আর বিয়েবাড়ির খাবার খেয়ে অতিথিরা সন্তুষ্ট না হলে কিন্তু আপনি ডাহা ফেল। তাই বিভিন্ন ধরনের খাবারের ব্যবস্থা রাখুন। আর যতটা সম্ভব সুস্বাদু খাবারের ব্যবস্থা রাখাই ভাল।

সবাই যে আপনার ঠিক করা মেনু পছন্দ করবেন তেমনটা কিন্তু নয়। আর বিয়েবাড়ির খাবার খেয়ে অতিথিরা সন্তুষ্ট না হলে কিন্তু আপনি ডাহা ফেল। তাই বিভিন্ন ধরনের খাবারের ব্যবস্থা রাখুন। আর যতটা সম্ভব সুস্বাদু খাবারের ব্যবস্থা রাখাই ভাল।

০৫ ০৭
বিয়েতে নিমন্ত্রিত প্রচুর অতিথি। সবাইকে সমান ভাবে যত্ন নেওয়া তো সম্ভব নয়। সবার সঙ্গে কথা বলতে গেলে খানিকটা মুশকিলের মধ্যে পড়তেই হতে পারে আপনাকে। কিন্তু অতিথি যাতে কোনওভাব মনোক্ষুন্ন না হনতার জন্য বিনোদনের ব্যবস্থা রাখুন।

বিয়েতে নিমন্ত্রিত প্রচুর অতিথি। সবাইকে সমান ভাবে যত্ন নেওয়া তো সম্ভব নয়। সবার সঙ্গে কথা বলতে গেলে খানিকটা মুশকিলের মধ্যে পড়তেই হতে পারে আপনাকে। কিন্তু অতিথি যাতে কোনওভাব মনোক্ষুন্ন না হনতার জন্য বিনোদনের ব্যবস্থা রাখুন।

০৬ ০৭
অতিথিদের আদর-আপ্যায়নে যাতে কোনওরকম ত্রুটি না থাকে, হোস্ট হিসেবে সেটা দেখার দায়িত্ব আপনারই। তাই সব সময় মুখে হাসিটি রেখে সবার সঙ্গে ভাল করে কথা বলুন।

অতিথিদের আদর-আপ্যায়নে যাতে কোনওরকম ত্রুটি না থাকে, হোস্ট হিসেবে সেটা দেখার দায়িত্ব আপনারই। তাই সব সময় মুখে হাসিটি রেখে সবার সঙ্গে ভাল করে কথা বলুন।

০৭ ০৭
আপনার এই বিশেষ দিনটির অংশীদার যে অতিথিরা ছিলেন, তা যেন তাঁরা সারা জীবন স্মৃতিতে রেখে দেন তার জন্য শেষবেলায় হাসিমুখে বিদায় জানান। কৃতজ্ঞতা জানান। দিতে পারেন রিটার্ন গিফটও।

আপনার এই বিশেষ দিনটির অংশীদার যে অতিথিরা ছিলেন, তা যেন তাঁরা সারা জীবন স্মৃতিতে রেখে দেন তার জন্য শেষবেলায় হাসিমুখে বিদায় জানান। কৃতজ্ঞতা জানান। দিতে পারেন রিটার্ন গিফটও।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy