পাক সেনা সর্বাধিনায়ক দেশের সশস্ত্র বাহিনীতে একটি সুনির্দিষ্ট ধর্মীয় চরিত্র নিয়ে এসেছেন। সেটিকে আরও এগিয়ে নিয়ে যাচ্ছেন তিনি। সংবাদমাধ্যম ‘দ্য নিউজ় ইন্টারন্যাশনাল’-এর সঙ্গে সাম্প্রতিক এক আলাপচারিতায় মুনির বলেছেন, ইসলামের নামে তৈরি হওয়া পাকিস্তান এমন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে, যেখানে দেশটি তার সৃষ্টির মহৎ উদ্দেশ্য অর্জন করতে পারে।