Advertisement
E-Paper

আপনাকে পরকীয়ায় সাহায্য করতে এল ফ্রি অ্যাপ

এ বার আপনার পরকীয়ায় সাহায্য করতে এসে গেল ফ্রি অ্যাপ। নতুন এই অ্যাপ সুইচ(Swytch)-এর সাহায্যে একই স্মার্টফোনে এক সঙ্গে পাঁচটি নম্বর ব্যবহার করা যাবে।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৬ জানুয়ারি ২০১৬ ১২:২৫

এ বার আপনার পরকীয়ায় সাহায্য করতে এসে গেল ফ্রি অ্যাপ। নতুন এই অ্যাপ সুইচ(Swytch)-এর সাহায্যে একই স্মার্টফোনে এক সঙ্গে পাঁচটি নম্বর ব্যবহার করা যাবে।

এই অ্যাপের কো ফাউন্ডার ও সিইও ক্রিস মাইকেল জানান, ‘‘এই অ্যাপ লঞ্চ করার সময়ই পরকীয়া, ফ্লার্টিং-এর কথা মাথায় রাখা হয়েছিল। কয়েক বছর আগে পে অ্যাজ ইউ গো সিম কার্ডের সাহায্যে ফ্লার্ট করা অনেক সহজ হয়েছিল। আর এ বার এল সুইচ অ্যাপ। এর সাহায্যে কল বা টেক্সট করার সময় পাঁচটা নম্বরের থেকে একটা বিশেষ নম্বর বেছে নেওয়া যাবে।’’

ক্রিস জানান অনলাইন ডেটিং-এও দারুণ সাহায্য করবে সুইচ অ্যাপ। এর সাহায্য অনলাইন অ্যাক্টিভিটির ক্ষেত্রে ব্যক্তিগত নম্বর গোপন রেখে অন্য নম্বর ব্যবহার করা যাবে। ফলে একাধিক বিজনেস চালিয়ে নিয়ে যেতেও কাজে আসবে সুইচ।

আইফোন ও অ্যান্ড্রয়েড ফোনে ফ্রি-তে ডাউনলোড করা যাবে সুইচ।

extra marital affair free apps
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy