কলকারখানা, যানবাহনের দূষণ তো আছেই, কালীপুজো, দীপাবলির সময়ে দূষণের মাত্রা বেড়ে যায় বাজির ধোঁয়ার জন্য।ছাড়পত্র শুধু সবুজ বাজিতে থাকলেও, তা পুরোপুরি দূষণমুক্ত নয়। সবুজ বাজি দূষণের মাত্রা ৩০ শতাংশ কমাতে পারে মাত্র।
দূষণের কুফল সম্পর্কে কম-বেশ সকলেই জানেন। এই দূষণ দূর করতে পারে গাছপালাই। বাড়ির বাইরে গাছ লাগানোর জায়গার অভাব? বাড়িতেই রাখুন ৩ গাছ, যা অন্দরের শোভাও বৃদ্ধি করবে, আবার বাতাস পরিশোধন করবে।
স্পাইডার প্ল্যান্ট
আরও পড়ুন:
দেখতে কিছুটা মাকড়সার মতো। তবে অন্দরসজ্জায় এই গাছের ব্যবহার যথেষ্ট। যে কোনও গাছই পরিবেশ থেকে কার্বনডাই অক্সাইড শোষণ করে বাতাসে অক্সিজেনের জোগান দেয়। স্পাইডার প্ল্যান্টও একই ভাবে ঘরের বাতাস পরিশোধনে সাহায্য করে। গাছ থাকলে ঘরের তাপমাত্রাও নিয়ন্ত্রণে থাকে।
ইংলিশ আইভি
ইংলিশ আইভি গাছ ঘরে রাখতে পারেন।
আইভি লতা ঢাকা বাড়ির ছবি অনেকেই দেখেছেন। অন্য দেশের ঠান্ডা আবহাওয়ার সারা বাড়ির দেওয়াল জুড়েই এই গাছ বাড়তে পারে। ভারতে অতিরিক্ত গরমে তা পারে না। কিন্তু ঘরের ভিতরে সহজেই এই গাছকে বড় করা যায়। একটু ঠান্ডা জায়গা দিতে পারলে ভাল। সরাসরি রোদে রাখলে এই গাছ নষ্ট হয়ে যেতে পারে। তবে এই গাছ ঘরের বাতাস পরিশুদ্ধ করতে পারে।
পিস লিলি
লম্বাটে গাঢ় সবুজ চকচকে পাতার সঙ্গে সাদা ফুলের যুগলবন্দি দারুণ লাগে। আর ঠিক সেই কারণেই ঘর সাজানোর জন্য অনেকেরই পছন্দ পিস লিলি। তবে শুধু সাদা নয়, গোলাপি, হলুদ রঙের ফুলও ফোটে এই গাছে।এই গাছও বাতাস পরিশোধনে সহায়ক। পিস লিলি রাখুন জানলার ধারে বা এমন কোনও জায়গায় যেখানে হালকা সূর্যালোক এসে পড়ে। অন্দরমহলের গাছ হলেও পিস লিলির বেড়ে ওঠার জন্য সূর্যালোক জরুরি।