আপনার শখের বাগানে রংবেরঙের গাছপালা রয়েছে, কিন্তু তাতে যদি প্রজাপতি পাখা মেলে না ওড়ে, তা হলে সাধ মেটে না। অতিথি আগমন না হলে যেমন গৃহসজ্জার অর্থ থাকে না, তেমনই সাজানো বাগানে প্রজাপতি, মৌমাছির দলের ভিড় না হলে সুখ আসে না। তবে কেবল মনের সুখ নয়, এমন পতঙ্গের আনাগোনা থাকলে তবেই পরাগ মিলন হয়। গাছের, ফুল, ফল ও বীজ উৎপাদনের জন্য অপরিহার্য একটি ধাপ এটি। কিন্তু পতঙ্গের দেখা না মিললে সে উদ্দেশ্য সফল হয় না। তাই কয়েকটি সহজ কৌশলে প্রজাপতি-মৌমাছিকে নিজের বাগানের প্রতি আকৃষ্ট করতে পারেন আপনি।
৫টি পদ্ধতিতে আপনি পরাগ মিলনের লক্ষ্যভেদ করতে পারেন—
১. পরাগরেণু ছড়িয়ে দেওয়ার সবচেয়ে সহজ উপায় হল, পতঙ্গেরা যা পছন্দ করে, তা রোপণ করা। স্থানীয় ফুলগাছের সঙ্গে স্থানীয় মৌমাছি এবং প্রজাপতিরা বেশি পরিচিত। তাই সেই সব গাছই বেশি করে পুঁততে হবে বাগানে।
২. একটি টবে একটি গাছ না লাগিয়ে গুচ্ছ হিসেবে রাখুন। একই ফুল একসঙ্গে এক জায়গায় অনেকগুলি রাখলে, তা পতঙ্গদের জন্য বেশি আকর্ষণীয় হবে।
একই ফুল একসঙ্গে এক জায়গায় পুঁতে দিন। তাতে উপকার পাবেন। ছবি: সংগৃহীত।
৩. রাসায়নিক নয়, কীটনাশক হিসেবে নিম তেলের মতো প্রাকৃতিক উপাদান ব্যবহার করুন। শখের উদ্যানকে মৌমাছি এবং প্রজাপতির জন্য নিরাপদ রাখতে চাইলে এই কৌশলে বাগান করুন।
৪. প্রজাপতিদের কেবল মধুর জন্য ফুলের প্রয়োজন হয় না, প্রজননের জন্যও জায়গার দরকার। এক এক ধরনের প্রজাপতি এক এক ধরনের গাছ পছন্দ করে। তবে সবচেয়ে সাধারণ যে গাছগুলি রয়েছে, তা হল মিল্কউইড, পার্সলে, মৌরি, ইত্যাদি। এই সব গাছের প্রজননে বেশি স্বচ্ছন্দ পতঙ্গেরা।
৫. উজ্জ্বল রঙের, কম পাপড়িযুক্ত ফুলে বসতে পছন্দ করে পতঙ্গেরা। বিশেষ করে, বেগনি, নীল, সাদা এবং হলুদ রঙের, খোলামেলা ফুলের গাছে ভরিয়ে তুলুন বাগান।