Advertisement
১১ মে ২০২৪
Fashion

ভ্রু পল্লবে ডাক দিলে

বাড়িতে বসেই ভুরু প্লাক করে নিন। জেনে নিন কী ভাবে তা করবেনভ্রু জোড়া যদি থাকে অবিন্যস্ত, সেই সৌন্দর্য অনেকটাই নষ্ট হয়ে যায়।

ঈপ্সিতা বসু 
কলকাতা শেষ আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২০ ০০:০১
Share: Save:

মুখের সৌন্দর্য অনেকটাই নির্ভর করে চোখের উপরে। কিন্তু ভ্রু জোড়া যদি থাকে অবিন্যস্ত, সেই সৌন্দর্য অনেকটাই নষ্ট হয়ে যায়। তাই বাড়ি বসে ছোট কাঁচি, টুইজ়ার এবং ভ্রু প্লাক মেশিনেই ভুরুর শেপ ঠিক রাখতে পারেন।

কী ভাবে শেপ করবেন ভুরু

• ভ্রু তোলার আগে পাউডার লাগিয়ে ঝেড়ে নিন।

• আয়নাকে এমন ভাবে সামনে রাখুন, যাতে চোখে কোনও আলো প্রতিফলিত না হয়।

• প্লাক শুরু হবে নীচ থেকে। উপরে উঠে শেষ হবে দুই ভুরুর মাঝে।

• ভুরু আঁচড়ানোর সরু দাঁতের ব্রাশ দিয়ে নীচ থেকে উপরের দিকে আঁচড়ান। এই ব্রাশ না থাকলে পুরনো মাসকারা ব্রাশ ধুয়ে ব্যবহার করুন।

• এক দিকের ভুরুর নীচে টানটান করে ধরে, টুইজ়ার দিয়ে একটা একটা করে অতিরিক্ত রোম তুলুন। হেয়ার গ্রোথের দিকে টেনে রোম তুলবেন, উল্টো দিকে টানবেন না।

• দু’তিনটি রোম তোলার পর ব্রাশ করবেন, শেপ ঠিক আছে কি না বুঝতে সুবিধে হবে।

• শুধু ভুরুর আসল শেপের বাইরে অতিরিক্ত রোম তুলবেন না। টুইজ়ার দিয়ে শেপ পাল্টানোর চেষ্টা করবেন না। এতে শুধু অতিরিক্ত রোম তোলার কাজটুকু করুন।

• খুব ছোট রোম টুইজ়ার দিয়ে তুললে ত্বকে আঘাত লাগতে পারে।

• ভুরু প্লাক করা হয়ে গেলে ছোট কাঁচি দিয়ে তা ট্রিম করে নিন।

• ভ্রু ব্রাশ এমন ভাবে ধরুন, যেন রোমগুলি চিরুনি দাঁতের ফাঁক দিয়ে উঠে আসে। চিরুনিকে ত্বকের খুব কাছে চেপে ধরলে দাঁতের ফাঁক দিয়ে উপরে উঠে থাকা রোমের পরিমাণ বেশি হবে, আর হালকা করে ধরলে কম রোম উঠে থাকবে। ভ্রু বেশি সরু করতে হলে প্রথম উপায়টি আর সাধারণ রাখলে শেষেরটি কাজে লাগান। চিরুনির উপরে উঠে থাকা রোম সাবধানে ট্রিম করুন।

• যত ত্বক টানটান করে ধরবেন, ব্যথা কম লাগবে।

• বাজারচলতি মেশিনের সাহায্যেও আই ব্রো প্লাক সহজ। আই ব্রো রেজ়ারের সরু মুখ দিয়ে ভ্রু প্লাক করতে সময় কম লাগে। আছে সেনসটিভ টাচ ট্রিমার। এর সাহায্যে ভুরুর যেমন আকৃতি চান, তেমনটাই পেয়ে যাবেন।

• ভুরু তোলার পরে ত্বক লালচে হলে বা জ্বালা করলে বরফ ঘষে নিন। তার পর ময়শ্চারাইজ়ার বা অ্যালো ভেরা জেল দিয়ে মিনিট দশেক মাসাজ করুন।

আই ব্রো প্লাক করতে না চাইলেও তাকে ঠিক শেপে সুবিন্যস্ত রাখলে তবেই দেখতে ভাল লাগবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Fashion Beauty Eyebrows
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE