কালীঘাটের রানি শঙ্করী লেনের একটি বিদ্যালয়ে জাল নথির ফটোকপি জমা দিয়ে দীর্ঘ দিন ধরেই এক শিক্ষিকা চাকরি করছিলেন বলে অভিযোগ। অভিযোগ পেয়ে টালিগঞ্জের রসা রোড এলাকার বাসিন্দা ওই মহিলার বিরুদ্ধে তদন্ত শুরু করেছে পুলিশ।
কালীঘাট থানা সূত্রের খবর, গত বৃহস্পতিবার (১ জানুয়ারি) ওই শিক্ষিকার বিরুদ্ধে শিক্ষাগত যোগ্যতা-সহ বিভিন্ন নথি জাল করে চাকরি করার অভিযোগ দায়ের করা হয়। প্রাথমিক তদন্তের বিরুদ্ধে অভিযুক্ত এবং তাঁর সঙ্গীদের বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্রের মামলা রুজু করেছে পুলিশ।
অভিযোগকারীর দাবি, জাল নথি দিয়ে চাকরি করার স্কুলের সঙ্গে প্রায় ৪৫ লক্ষ টাকা প্রতারণা করেছেন ওই শিক্ষিকা। বেতনের পাশাপাশি অন্যায় এবং অন্যায্য ভাবে স্কুল থেকে নানা সুযোগ-সুবিধাও গ্রহণ করেছেন তিনি। যা আদতে প্রতারণা এবং ফৌজদারি অপরাধ।