গরমে অতিরিক্ত তৈলাক্ত ত্বক বা অ্যাকনের সমস্যা বেড়ে যায়। ত্বকের নানা রকম সমস্যার হাত থেকে রেহাই পেতে আমরা অনেক সময়ই একটা পাতলা সুতির কাপড়ে মুড়ে বরফ লাগাই মুখে। তৈলাক্ত ত্বকের জন্য এটি চমৎকার কাজ দেয়। তবে শুধু জল জমিয়ে নয়, বরফ জমাতে পারেন নানা উপকরণ দিয়ে। রূপচর্চার এই মজাদার উপায়গুলো জেনে নিন।
গ্রিন টি বরফ
ফুতন্ত জলে দু’টো গ্রিন টি-ব্যাগ ডুবিয়ে রেখে চা বানিয়ে নিন। ঠান্ডা হয়ে গেলে বরফ জমানোর ট্রে’তে ঢেলে জমিয়ে নিন। প্রত্যেক দিন শোওয়ার আগে এটি মুখে লাগাতে পারেন। শোনা যায়, বয়সের ছাপ যাতে ত্বকের বোঝা না যায়, তার জন্য গ্রিন-টি খুব উপকারী।