রোজকার কাজ ঠিক সময় ঠিক ভাবে করে ফেলার জন্য চাই পরিকল্পনা। তার জন্য অবশ্য বাজারে এখন নানা ধরনের প্ল্যানার বা পরিকল্পনা করার বিশেষ বাহারি নোটবই চলে এসেছে। একেকটা একেক রকম। কোনওটা রঙিন, কোনওটা সাদা কালো দাগ টানা। তবে পরিকল্পনা করার কাজটাও কিন্তু খুব সহজ নয়। সময় বার করে ঠান্ডা মাথায় করলে তবেই কাজ দেবে। কী ভাবে করবেন, জেনে নিন।
১। প্রত্যেকদিন ১০-১৫ মিনিট আলাদা করে সরিয়ে রাখুন যখন এই নোটবই নিয়ে বসবেন। ঠান্ডা মাথায় পরিকল্পনা করতে এইটুকু সময় আপনাক ব্যয় করতেই হবে। পারলে সকালে উঠে প্রথম কাজই এটা করুন। তাহলে বাকি দিনের কাজ নিয়ে একটা স্পষ্ট ধারণা তৈরি হবে।