সারা বিশ্বেই প্রতি দিন ঘটে চলেছে হাজার হাজার পথ দুর্ঘটনা। কখনও বেঘোরেই চলে যাচ্ছে প্রাণ, কখনও বা যানের গুণে অল্প আঘাতের উপর দিয়েই কেটে যাচ্ছে দুর্ঘটনার ফাঁড়া। দুর্ঘটনা রুখতে গাড়ির সেফটি টেকনোলজি নিয়ে সতর্কতা বাড়ছে। বিশ্বের সবচেয়ে নামী সংস্থাগুলিও সেফটি টেস্ট পাস না করায় বাজার থেকে তুলে নিতে বাধ্য হয়েছে তাদের একাধিক বিলাসবহুল মডেল। সম্প্রতি পথ দুর্ঘটনায় মডেল সোনিকা সিংহ চৌহানের মৃত্যু গাড়ির সেফটি টেকনোলজি নিয়ে টনক নড়িয়ে দিয়েছে এ রাজ্যেরও।
দুর্ঘটনার কবলে পড়লে যাত্রীদের জীবন রক্ষা করতে যে গাড়ি যত সক্ষম সেই গাড়ি তত নিরাপদ। আমেরিকার ইনসিওরেন্স ইন্সটিটিউট ফর হাইওয়ে সেফটি (আইআইএইচএস) প্রকাশ করেছে ২০১২-১৫ সাল পর্যন্ত ফেডারেল গভর্নমেন্ট অটো ফেসিলিটি ডেটা। রয়েছে এমনই ১১টি গাড়ির নাম যেই গাড়িগুলোতে গত চার বছরে দুর্ঘটনায় পড়লে মৃত্যুর কোনও খবর পাওয়া যায়নি। এর আগে কোনও রিপোর্টে নিরাপদ গাড়ির তালিকায় এতগুলো গাড়ি এক সঙ্গে জায়গা করে নিতে পারেনি।