Advertisement
১৮ মে ২০২৪
IPL 2024

বিয়ের আসরে আইপিএল! অভিনব কায়দায় নতুন জীবন শুরু করলেন চেন্নাইয়ের দুই সমর্থক

তামিলনাড়ুর এক বিয়েবাড়িতে ঢুকে পড়ল আইপিএল। চেন্নাই সুপার কিংস-এর থিমে সেজে উঠেছিল বিবাহবাসর।

নবদম্পতি।

নবদম্পতি। ছবি: সংগৃহীত।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ২০ এপ্রিল ২০২৪ ১৩:০২
Share: Save:

গোটা দেশে আইপিএল নিয়ে উন্মাদনা তুঙ্গে। তীব্র দাবদাহ উপেক্ষা করেই টিভির সামনে কিংবা গ্যালারিতে বসে পছন্দের দলের হয়ে গলা ফাটাচ্ছেন ক্রিকেটপ্রেমীরা। এ বার তামিলনাড়ুর এক বিয়েবাড়িতেও ঢুকে পড়ল আইপিএল। বর এবং কনে দু’জনেই চেন্নাই সুপার কিংসের সমর্থক। তাই বিয়ের আসরও সাজিয়েছেন চেন্নাই দলের লোগো আঁকা পোস্টার দিয়ে। শুধু বিবাহবাসর নয়, বিয়ের চিঠিও লেখা হয়েছিল ক্রিকেটীয় ভাষায়। বিয়ের কার্ডের নকশা করা হয়েছিল আইপিএলের টিকিটের মতো। আইপিএলের পাশাপাশি সমাজমাধ্যমের চর্চায় উঠে এসেছে এই বিয়ের অনুষ্ঠানও। হবু দম্পতির মতো যাঁরা আইপিএলে চেন্নাই দলের সমর্থক, তাঁরা শুভেচ্ছাবার্তায় ভরিয়ে দিয়েছেন দু’জনকে। ইতিমধ্যেই ইনস্টাগ্রামে প্রায় ৮৫ হাজার মানুষ পছন্দচিহ্ন দিয়েছেন।

নিমন্ত্রণের চিঠি হাতে পেয়ে অনেকেই অবাক হয়েছিলেন। বিয়েতেও যে চমক থাকবে সেটা অনেকেই অনুমান করেছিলেন। বিয়েবাড়ির সাজ দেখে বিস্মিত হন নিমন্ত্রিতেরা। নবদম্পতির হাতে ছিল চেন্নাইয়ের ট্রফির আদলে তৈরি একটা ফোটোফ্রেম। সেই ফ্রেমে ছিল দু’জনের হাসিমুখের ছবি। এ ছাড়াও গোটা বিয়েবাড়ি হলুদ কাপড় দিয়ে সাজানো হয়েছে। কনের পোশাকেও হলুদের ছোঁয়া।

দু’জনের ছবি সমাজমাধ্যমে প্রকাশ্যে আসতেই অনেকে নানা মন্তব্য করেছেন। কেউ লিখেছেন, ‘‘জীবন হোক ক্রিকেটময়।’’ আবার কেউ বলেছেন, ‘‘সমর্থকদের এমন ভালবাসায় চেন্নাইকে আইপিএল ট্রফি এ বার ঘরে আনতেই হবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

IPL 2024 Chennai Super Kings
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE