Advertisement
E-Paper

যোগ হাসপাতাল কাটিগড়ায়

আন্তর্জাতিক যোগ দিবস পালন করতে গিয়ে যোগ হাসপাতাল তৈরির বিষয়টি পাকা করে নিল কাটিগড়ার মানুষ। স্থানীয় সমাজসেবী অমরচাঁদ জৈন তাঁর বাবার স্মৃতিতে এক বিঘা জমিদানের কথা ঘোষণা করেন। স্থানীয় এনজিও অর্কিড এই হাসপাতাল তৈরির যাবতীয় দায়িত্ব পালন করবে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৩ জুন ২০১৫ ০২:১০

আন্তর্জাতিক যোগ দিবস পালন করতে গিয়ে যোগ হাসপাতাল তৈরির বিষয়টি পাকা করে নিল কাটিগড়ার মানুষ। স্থানীয় সমাজসেবী অমরচাঁদ জৈন তাঁর বাবার স্মৃতিতে এক বিঘা জমিদানের কথা ঘোষণা করেন। স্থানীয় এনজিও অর্কিড এই হাসপাতাল তৈরির যাবতীয় দায়িত্ব পালন করবে। হাসপাতাল পরিচালনা করবে কাতিরাইল যোগ ব্যায়াম সেন্টার। কাল অর্কিড ও কাতিরাইল যোগ ব্যায়াম কেন্দ্রের যৌথ উদ্যোগে আন্তর্জাতিক যোগ দিবস পালন করা হয়। বিভিন্ন বয়সের মানুষ যোগ-প্রাণায়াম করেন। সেখানে অমরবাবুই ছিলেন প্রধান অতিথি। যোগ নিয়ে এলাকাবাসীর সাড়ায় তিনি আপ্লুত। সেখানেই কথা ওঠে, অনেক দিন থেকে এলাকায় যোগ ব্যায়ামের অনুশীলন হচ্ছে। সভাপতি রাধেশচন্দ্র চক্রবর্তী যোগের সাহায্যে রোগ নিরাময়ে প্রয়োজনীয় পরামর্শও দিচ্ছেন। কিন্তু চিকিত্সা কেন্দ্র না থাকায় সাধারণ মানুষ সেই সুবিধে ঠিক মতো নিতে পারছেন না। অমরবাবু পরে তাঁর বক্তৃতায় ঘোষণা করেন, তিনি তাঁর বাবা তুলারাম জৈনের স্মৃতিতে এক বিঘা জমি দেবেন। এক মাসের মধ্যে দানপত্র-সহ জমি কাতিরাইল যোগ ব্যায়াম সেন্টারের হাতে তুলে দেওয়া হবে। রাধেশবাবু অনেকদিন থেকেই শিবানন্দ সরস্বতীর গুয়াহাটি যোগ চিকিত্সা কেন্দ্রের মত একটি যোগ হাসপাতাল তৈরির কথা ভাবছিলেন। জমির জন্য হয়ে উঠছিল না। এ বার সে বন্দোবস্ত হয়ে যাওয়ায় হাসপাতাল নির্মাণে বেশি সময় লাগবে না বলেই অর্কিডের দাবি। মাটি ভরাট ও দালানবাড়ি তৈরি এক বছরের মধ্যে শেষ করবেন বলে কথা দেন সভাপতি পুলক দত্ত ও সম্পাদক অরূপ রতন দেব। রাধেশবাবু জানান, জনগণের কাছ থেকে চাঁদা তুলে পরে কিছু যোগ-সরঞ্জাম কেনা হবে। কয়েকজন বিশেষজ্ঞকেও নিযুক্ত করা হবে।

এ দিকে, কাল শিলচরের আইনজীবীরাও আন্তর্জাতিক যোগ দিবস পালন করেন। যোগ-প্রাণায়ম করেন কারাবন্দিরাও। আইনজীবীদের অনুষ্ঠানের আয়োজক ছিল হিন্দু লিগ্যাল সেল। জেলা ও দায়রা বিচারক কমলেন্দু চৌধুরী এর উদ্বোধন করেন। চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিত্যানন্দ তালুকদারও আইনজীবীদের সঙ্গে যোগে অংশ নেন।

শিলচর সেন্ট্রাল জেলে আন্তর্জাতিক এক এনজিও-র আহ্বানে যোগ শিবিরের আয়োজন করে আর্ট অব লিভিং। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেল সুপার হরেন কলিতা, দুই অ্যাসিস্ট্যান্ট জেলার মনীষা রাজবংশী ও মিসবাহুল হক, জয়দীপ নাথ, অভি ভট্টাচার্য, বেণুলাল বর্মন, এস বি দত্ত, ডি কে দত্ত। শিলচর জেলে অবশ্য এই দুই সংস্থা প্রায়ই কারাবন্দিদের যোগ কোর্স করায়। কাল মেহেরপুরে যোগ দিবসের আয়োজন করে কল্পতরু নামে এক এনজিও।

বিএসএফ-এর মিজোরাম-কাছাড় ফ্রন্টিয়ার সূত্র জানিয়েছেন, কাল শিলচরের মাসিমপুরে তাঁরাও আন্তর্জাতিক যোগ দিবস পালন করেছেন। ইন্সপেক্টর জেনারেল দীনেশ উপাধ্যায়, বিএসএফ ওয়াইফ্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি শিখা উপাধ্যায়, ডিআইজি সতীশ বুড়াকোটি, পতঞ্জলির যোগ বিশেষজ্ঞ গৌরাঙ্গ ধর যোগের ওপর আলোচনা করেন। ছ’শো জওয়ান এক জায়গায় বসে যোগ-প্রাণায়ম করেন।

katigara yoga hospital silchar katigara new yoga hospital amarchand jain orchid ngo
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy