ফল অনেকেই খেতে চান না। অথচ স্বাস্থ্য ভাল রাখতে, ওজন কমাতে যে ফল অত্যন্ত উপকারী তা কে না জানে। কিন্তু ফল খেতে ইচ্ছা না করলে অগত্যা জুসই ভরসা। তবে দোকান থেকে কেনা নয়, অবশ্যই বাড়িতে বানানো ফ্রেশ জুস খান। এর রয়েছে প্রচুর স্বাস্থ্যগুণ। শুধু ফলের রস নয়, অনেক সব্জির রসও বেশ উপকারী। জেনে নিন ফল বা সব্জির রসের ১৬ গুণ।
আরও পড়ুন: বর্ষায় খাবার নষ্ট? জেনে নিন খাবার ফ্রেশ রাখার একগুচ্ছ উপায়
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy