Advertisement
১৮ জুন ২০২৪
LIfe style news

বিমানসেবিকা এবং পাইলটদের এই গোপন কোডগুলি জানেন কি?

বিমানসেবিকা এবং পাইলটের মধ্যে সাঙ্কেতিক কথোপকথন শুনে সেগুলোর মাথামুণ্ডু বোঝেননি এমন বিমানযাত্রীর সংখ্যা নেহাত কম নয়। জাম্পসিট, বাল্কহেড— শব্দগুলো আমাদের কাছে দুর্বোধ্য হলেও এদের প্রত্যেকটারই কিন্তু বিশেষ অর্থ রয়েছে।

প্রিপেয়ার ডোরস্‌ ফর ডিপারচার/ অ্যারাইভাল: আপৎকালীন সুরক্ষার জন্য প্রত্যেক বিমানে স্লাইডার ডোর থাকে।<br> জরুরি অবতরণে অনেক সময়ই এই স্লাইডার কাজে লাগানো হয়ে থাকে। <br>প্রতি বার বিমান ওড়ার আগে তা ঠিকঠাক রয়েছে কি না এই ভাবে যাচাই করে নেন পাইলট।

প্রিপেয়ার ডোরস্‌ ফর ডিপারচার/ অ্যারাইভাল: আপৎকালীন সুরক্ষার জন্য প্রত্যেক বিমানে স্লাইডার ডোর থাকে।<br> জরুরি অবতরণে অনেক সময়ই এই স্লাইডার কাজে লাগানো হয়ে থাকে। <br>প্রতি বার বিমান ওড়ার আগে তা ঠিকঠাক রয়েছে কি না এই ভাবে যাচাই করে নেন পাইলট।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৯ অগস্ট ২০১৬ ১০:৫৬
Share: Save:

বিমানসেবিকা এবং পাইলটের মধ্যে সাঙ্কেতিক কথোপকথন শুনে সেগুলোর মাথামুণ্ডু বোঝেননি এমন বিমানযাত্রীর সংখ্যা নেহাত কম নয়। জাম্পসিট, বাল্কহেড— শব্দগুলো আমাদের কাছে দুর্বোধ্য হলেও এদের প্রত্যেকটারই কিন্তু বিশেষ অর্থ রয়েছে। বিমান ওড়ার জন্য তৈরি কি না বা বিপদের মোকাবিলার জন্য কতটা প্রস্তুত তা এই ভাবে বিমানসেবিকার থেকে জেনে নেন পাইলট। শব্দগুলির মানে জানলে ওড়ার আগে সিটে বসে আপনিও বুঝে নিতে পারেন ঠিক কতটা সুরক্ষিত আপনি। দেখে নেওয়া যাক তেমনই কিছু সাঙ্কেতিক শব্দের অর্থ।

আরও পড়ুন: চুল পেকে যাচ্ছে? ডায়েটে রাখুন এই ৮ খাবার

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Flight secret language
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE