Advertisement
১১ ডিসেম্বর ২০২৩
Cruise

Cruise Brawl: ক্রুজে কেলেঙ্কারি! কী নিয়ে মাঝসমুদ্রে মারামারিতে মাতলেন ৬০ পর্যটক

জলের মাঝে মারামারি। ৬০ জন পর্যটক মেতে উঠলেন হট্টগোলে। শোনা গেল, তিন জনের মধ্যের সম্পর্কই নাকি এত হইচইয়ের কারণ।

এমন একটি প্রমোদতরীতে মাঝরাতে শুরু হয় মারামারি।

এমন একটি প্রমোদতরীতে মাঝরাতে শুরু হয় মারামারি।

সংবাদ সংস্থা
নিউ ইয়র্ক শেষ আপডেট: ০১ জুলাই ২০২২ ১৩:৪৫
Share: Save:

দু’জনের মধ্যে অশান্তি। তাতেই জড়িয়ে পড়লেন আরও ৫৮ জন। সেই বচসার ভিডিয়ো হল। সবটাই হয়েছে একটি প্রমোদ-তরীতে। জলের মাঝে। ভিডিয়োর সেই চাঞ্চল্য ঘিরে ছড়াল আরও চাঞ্চল্য।

ঘটনাটি ঘটেছে নিউ ইয়র্কের কাছে। পরিস্থিতি এমনই হয় যে ক্রুজের কর্মীদের তরফে খবর যায় বন্দর রক্ষীদের কাছেও। তাঁরা পৌঁছলে তবে নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি।

‘কার্নিভ্যাল ম্যাজিক’ নামের সেই প্রমোদ-তরীতে রাত দু’টো নাগাদ প্রথম ঝগড়া শুরু হয়। টেরেসা জেম্‌স নামের এক আরোহী জানিয়েছেন, ক্রুজের নাইট ক্লাবে তখন নাচ-গান চলছিল। সে সবের মধ্যেই তিন জন আলাদা হয়ে যান। সমস্যা শুরু হয় যখন তাঁদের মধ্যে দু’জনের সঙ্গী সে বিষয়টি বুঝতে পারেন। সেই ঝঞ্ঝাট আটকাতে জড়িয়ে পড়েন একে একে অনেকেই।

তিন জনে মাঝরাতে সঙ্গীদের ছেড়ে উধাও হয়ে যান। এর পরেই শুরু হয় হট্টগোল।

তিন জনে মাঝরাতে সঙ্গীদের ছেড়ে উধাও হয়ে যান। এর পরেই শুরু হয় হট্টগোল।

বচসা চলে টানা এক ঘণ্টা। নীচের তল থেকে তা যায় পঞ্চম তল পর্যন্ত।

ধীরে ধীরে প্রমোদ-তরীর নিরাপত্তা রক্ষীরা সকলকে কিছুটা শান্ত করতে সক্ষম হন। তবে পরিস্থিতি পুরনো অবস্থায় ফিরতে আরও সময় লাগে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE