এমন একটি প্রমোদতরীতে মাঝরাতে শুরু হয় মারামারি।
দু’জনের মধ্যে অশান্তি। তাতেই জড়িয়ে পড়লেন আরও ৫৮ জন। সেই বচসার ভিডিয়ো হল। সবটাই হয়েছে একটি প্রমোদ-তরীতে। জলের মাঝে। ভিডিয়োর সেই চাঞ্চল্য ঘিরে ছড়াল আরও চাঞ্চল্য।
ঘটনাটি ঘটেছে নিউ ইয়র্কের কাছে। পরিস্থিতি এমনই হয় যে ক্রুজের কর্মীদের তরফে খবর যায় বন্দর রক্ষীদের কাছেও। তাঁরা পৌঁছলে তবে নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি।
‘কার্নিভ্যাল ম্যাজিক’ নামের সেই প্রমোদ-তরীতে রাত দু’টো নাগাদ প্রথম ঝগড়া শুরু হয়। টেরেসা জেম্স নামের এক আরোহী জানিয়েছেন, ক্রুজের নাইট ক্লাবে তখন নাচ-গান চলছিল। সে সবের মধ্যেই তিন জন আলাদা হয়ে যান। সমস্যা শুরু হয় যখন তাঁদের মধ্যে দু’জনের সঙ্গী সে বিষয়টি বুঝতে পারেন। সেই ঝঞ্ঝাট আটকাতে জড়িয়ে পড়েন একে একে অনেকেই।
বচসা চলে টানা এক ঘণ্টা। নীচের তল থেকে তা যায় পঞ্চম তল পর্যন্ত।
ধীরে ধীরে প্রমোদ-তরীর নিরাপত্তা রক্ষীরা সকলকে কিছুটা শান্ত করতে সক্ষম হন। তবে পরিস্থিতি পুরনো অবস্থায় ফিরতে আরও সময় লাগে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy