অর্জুন ভরদ্বাজ। ইঞ্জিনিয়ারিং-এর ছাত্র। বয়স ২৩। সোমবার মুম্বইয়ের একটি হোটেলের কুড়িতলা থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে সে। জানা গিয়েছে, মানসিক অবসাদে ভুগছিল অর্জুন।
অর্জুনের মতোই অনেক তরতাজা মানুষের আত্মহত্যার কাহিনি এখন প্রায়শই শোনা যাচ্ছে। এ দেশেই শুধু নয়, এখানকার গণ্ডি ছাড়িয়ে তা ছড়িয়ে পড়েছে গোটা দুনিয়ার নানা প্রান্তে। পরিসংখ্যান দিয়ে এমনটাই জানিয়েছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন (হু)।
গত এক দশকেরও বেশি সময় ধরে গোটা দুনিয়া জুড়েই মানসিক অবসাদগ্রস্ত মানুষজনের সংখ্যা বাড়ছে। চলতি বছরে প্রকাশিত এক রিপোর্টে এমন আশঙ্কার কথা শুনিয়েছে হু। সংস্থার ডিরেক্টর, মার্গারেট চ্যান বলেন, “মনোস্বাস্থ্য নিয়ে নতুন করে ভাবার সময় এসেছে। এই পরিসংখ্যান দুনিয়ার সব দেশের জন্যই আশঙ্কাজনক। ফলে এই বিষয়টিকে যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখতে হবে।”