মার্সিডিজের মার্সিডিজের নতুন মডেল বা নতুন প্রযুক্তি সম্বন্ধে জানতে সমান আগ্রহী থাকেন সকেলই। ২০১৬-য় আসতে চলেছে তাদের জিএলসি কুপ বাজারে আসতে চলেছে তা আগেই জানিয়েছিল মার্সিডিজ। সঙ্গে এল আরও দুই নতুন মডেল।
সম্প্রতি নিউ ইয়র্ক ইন্টারন্যাশনাল অটো শো-তে মার্সিডিজ তার তিনটি নতুন মডেল লঞ্চ করল। জিএলসি কুপ, এএমজি সি৬৩ ক্যাবরিওলেট এবং এএমজি ই৪৩ ৪ম্যাটিক।
লঞ্চ হওয়ার সঙ্গে সঙ্গেই বাজার কাঁপাচ্ছে মার্সিডিজের নতুন মডেল জিএলসি কুপ। বিশেষজ্ঞদের মতে মার্সিডিজের এই নতুন মডেল প্রতিযোগিতায় ফেলবে রেঞ্জ রোভারের ইভোক কনভার্টেবল-কেও। মার্সিডিজ জিএলসি, সিএলএস এবং ই-ক্লাসের চিফ ইঞ্জিনিয়ার মাইকেল কেলজ বলেন, ‘‘ইঞ্জিনিয়ারিং চ্যালেঞ্জের থেকেও এটা আমার কাছে দারুণ আনন্দের বিষয়।’’