Advertisement
E-Paper

নতুন কোর্সের হাল হকিকত

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইমপ্যাক্ট সেন্টার ও ব্রেনওয়্যার যৌথ ভাবে কিছু পাঠ্যক্রম চালু করেছেন। ডেস্কটপ অফ পাবলিশিং অ্যান্ড ইমেজ এডিটিং, অ্যাডভান্সড ফিনান্স অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড স্ক্রিপ্টিং, ওরাকল, মাইক্রোসফট, নেট প্রোগ্রামিং, অ্যানড্রয়েড অ্যাপস ডেভলপমেন্ট, আইওএস অ্যাপস ডেভলপমেন্ট ইত্যাদি নিয়ে সার্টিফিকেট কোর্স করা যাবে।

শেষ আপডেট: ২১ জানুয়ারি ২০১৬ ১১:৫৪

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইমপ্যাক্ট সেন্টার ও ব্রেনওয়্যার যৌথ ভাবে কিছু পাঠ্যক্রম চালু করেছেন। ডেস্কটপ অফ পাবলিশিং অ্যান্ড ইমেজ এডিটিং, অ্যাডভান্সড ফিনান্স অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড স্ক্রিপ্টিং, ওরাকল, মাইক্রোসফট, নেট প্রোগ্রামিং, অ্যানড্রয়েড অ্যাপস ডেভলপমেন্ট, আইওএস অ্যাপস ডেভলপমেন্ট ইত্যাদি নিয়ে সার্টিফিকেট কোর্স করা যাবে। এছাড়া ইমেজ এডিটিং অ্যান্ড অ্যাডমিশন, ভিডিও এডিটিং অ্যান্ড থ্রি ডি অ্যানিমেশন, ফিন্যান্স অ্যান্ড স্টক মার্কেট, হার্ডওয়্যার অ্যান্ড নেটওয়ার্কিং, নেটওয়ার্কিং টেকনোলজিস, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং,কম্পিউটারাইজড ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং-এওর মতো অাধুনিক বিষয়ে ডিপ্লোমা ও পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা করা যাবে। আগ্রহীরা যোগাযোগ করতে পারেন ৬৪৫৯৫২৩০ নম্বরে।

আজকাল আমাদের দেশে এন্ট্রি লেভেল অ্যাকাউন্ট্যান্ট পদটির চাহিদা বাড়ছে। এই কথা মাথায় রেখে দ্য ইনস্টিটিউট অফ কস্ট অ্যাকাউন্ট্যান্টস অফ ইন্ডিয়া এক বছরের সার্টিফিকেট কোর্স চালু করেছে। দ্বাদশ ক্লাস চলছে বা পাশ হয়ে গিয়েছে এমন প্রার্থীরা প্রবেশিকা পরীক্ষায় বসতে পারবেন। পরীক্ষা জুন মাসে। আবেদন করতে হবে ৩১ জানুয়ারির মধ্যে। কেন্দ্রীয় সরকারের কর্পোরেট অ্যাফেয়ার্স মন্ত্রকের সহযোগিতায় দেশের বিভিন্ন বড় শহরে প্রবেশিকা পরীক্ষাটি হয়। কোর্স ফি ৮,০০০ টাকা।

ম্যানেজমেন্টের বিভিন্ন পাঠাক্রমে ভর্তি হতে গেলে ম্যাট বা ম্যানেজমেন্ট অ্যাপটিউড টেস্ট দিতে হয়। কেন্দ্রীয় সরকারের মানবসম্পদ উন্নয়ন মন্ত্রকের তদারকিতে বছরে চার বার এই পরীক্ষা হয়। এই বছর ফেব্রুয়ারিতে পরীক্ষা দিতে পারেন। নয়তো মে, সেপ্টেম্বর, ডিসেম্বর মাসে আবার সুযোগ পাবেন।

multimedia jadavpur university managment
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy