Advertisement
E-Paper

পুজোর আগে ঘরোয়া পদ্ধতিতে পান সুন্দর ও ঝকঝকে দাঁত

চোখ ধাঁধানো কোনও বিজ্ঞপন দেখে নয়, কিংবা কোনও ডাক্তারের কাছে গিয়ে নয়, পুজোর আগে সহজ ও ঘরোয়া পদ্ধতিতে কী ভাবে নিজের দাঁত আরও সুন্দর করে তুলবেন, রইল তারই কিছু টিপস।

বিজ্ঞাপন প্রতিবেদন

শেষ আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০১৭ ১১:০০

মুখের সবথেকে সুন্দর অংশ হল দাঁত। এই দাঁত সুন্দর, ঝকঝকে আর পরিষ্কার থাকার অর্থই হল তুঙ্গে থাকা আত্মবিশ্বাস। অন্য মানুষের কাছে নিজের গ্রহণযোগ্যতা আরও খানিকটা বাড়িয়ে নেওয়া। তাই দাঁত সুন্দর রাখার বিষয়ে নো কমপ্রোমাইজেশন। কেন না এই সুন্দর দাঁত আপনাকে এগিয়ে দিতে পারে যে কোনও প্রতিযোগিতায়। প্রিয়জনের কাছে হয়ে উঠতে পারে আরও খানিকটা প্রিয়। কিন্তু কী ভাবে পাবেন এই সুন্দর দাঁত? চোখ ধাঁধানো কোনও বিজ্ঞপন দেখে নয়, কিংবা কোনও ডাক্তারের কাছে গিয়ে নয়, পুজোর আগে সহজ ও ঘরোয়া পদ্ধতিতে কী ভাবে নিজের দাঁত আরও সুন্দর করে তুলবেন, রইল তারই কিছু টিপস।

১. প্রথমেই যেটা বলা দরকার। খাওয়ার আগে এবং পরে প্রতিদিন দুই বেলা করে ব্রাশ করুন। খাওয়ার পরে দাঁতের গোড়ায় এবং মাড়িতে অনেক সময় খাওয়ার টুকরো লেগে থাকে। যা পরবর্তীকালে পচে গিয়ে দাঁতের উপর একটা হলুদ আস্তরণ ফেলে দেয়।

২. পরিষ্কার দাঁত চাইলে সিগারেটে সুখটান দেওয়া আজ থেকে বন্ধ। সিগারেটে প্রচুর পরিমাণে নিকোটিন থাকে। যা দাঁতের উপর হলদে আস্তরণ ফেলে দেয়। অ্যালকোহলও দাঁতের ক্ষতি করে। তাই মদ্যপানেও রাশ টানুন।

৩. প্রতিদিন ব্রাশ করার পরে দাঁতে এক টুকরো লেবু নিয়ে ঘষতে থাকুন। এতে যে শুধু আপনার দাঁত পরিষ্কার হবে তা নয় বরং দাতেঁর রংও ফিরবে।

৪. শুধু লেবু নয়, নুনও বেশ ভাল কাজ করে দাঁত পরিষ্কার করতে। দাঁত মাজা হয়ে গেলে হাতের আঙুলের ডগায় অল্প লবণ নিয়ে দাঁতে ঘষে নিন। এতে দাঁতের গোড়া হবে শক্ত ও মজবুত। ফিরবে দাঁতে রংও।

৫. নিমের ডাল দিয়ে নিয়মিত দাঁত মাজলে দাঁতের গোড়া শক্ত ও পরিষ্কার হয়। এখনও বহু জায়গায় মানুষরা দাঁত মাজতে নিমের ডাল ব্যবহার করে।

৬. দিনে দু'বার কলার খোসা নিয়ে ৫ মিনিট ধরে দাঁতে ঘষুন। ৭ দিনের মধ্যে আপনি আপনার দাঁতের রংয়ে পরিবর্তন দেখতে পাবেন।

৭. দাঁত সাদা করার আরও একটি কার্যকর পদ্ধতি হল বেকিং সোডার ব্যবহার। আপনার ব্যবহৃত টুথপেস্টের সঙ্গে সামান্য বেকিং সোডা মিশিয়ে নিন এবং সেটি দিয়ে আপনার দাঁত ব্রাশ করুন। অল্প সময়েই আপনি আপনার দাঁতের রংয়ের পরিবর্তন চোখে পড়বে।

৮. অ্যাপেল সিডার ভিনিগার ব্যবহার করলেও দাঁতের উজ্জ্বলতা ফিরে পাওয়া যায়।

৯. উপরের সমস্ত জিনিস তো রয়েছেই, সঙ্গে আপনার রোজকার রুটিনে রাখতে হবে পতঞ্জলি দন্ত কান্তি টুথপেস্ট-কেও। কেন না এই টুথপেস্টে রয়েছে নিম, বাবুল, পুদিনা, হলদি, লবঙ্গ, মরিচ, বকুলের মতো প্রচুর মূল্যবান জরিবুটি। যা শুধু দাঁতকে উজ্জ্বল ও পরিষ্কারই রাখে না। মুখের দূর্গন্ধ দূর করে। দাঁত ও মাড়িকে করে তোলে শক্ত ও মজবুত।

পাশাপাশি পতঞ্জলি দন্ত কান্তি সম্পূর্ণ আয়ুর্বেদিক। এই টুথপেস্টে কোনও রকম কেমিক্যাল মেশানো নেই। যার ফলে কোনওরকম ক্ষতি ছাড়াই, এটি দাঁতের বিভিন্ন সমস্যা দূর করতে সাহায্য করে।

এই কারণেই বিভিন্ন বহুজাতিক সংস্থার টুথপেস্টকে দূরে সরিয়ে রেখে, বহু ভারতীয় বেছে নিয়েছেন পতঞ্জলি দন্ত কান্তি টুথপেস্টকে। আর আপনি? এই পুজোর আগে নিজের দাঁতকে আরও সুন্দর করে তুলুন। আজই বাড়িতে নিয়ে আসুন পতঞ্জলি দন্ত কান্তি টুথপেস্ট।

Tooth Care Tooth Home Remedies White Teeth Patanjali Dant Kanti Dental Cream পতঞ্জলি দন্ত কান্তি Durga Puja Tips & Tricks Durgotsav 2017 দুর্গাপুজো ২০১৭
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy