Advertisement
১৬ মে ২০২৪

অস্ত্রোপচারে নতুন মেশিন

সি-আর্ম মেশিন খারাপ হয়ে থাকার ফলে দীর্ঘদিন ধরেই কোমর বা হাঁটুর জয়েন্টে অস্ত্রোপচারের জন্য বাঁকুড়া মেডিক্যালের রোগীদের অন্যত্র চলে যেতে হচ্ছিল। অবশেষে সাংসদের এলাকা উন্নয়নের তহবিল থেকে নতুন সি-আর্ম মেশিন বসল এই হাসপাতালে। শুক্রবার হাসপাতালে এই মেশিনের উদ্বোধন করেন বাঁকুড়ার সাংসদ মুনমুন সেন।

বাঁকুড়া মেডিক্যালে অস্ত্রোপচারের সুবিধার্থে সি-আর্ম মেশিনের উদ্বোধনে সাংসদ। —নিজস্ব চিত্র।

বাঁকুড়া মেডিক্যালে অস্ত্রোপচারের সুবিধার্থে সি-আর্ম মেশিনের উদ্বোধনে সাংসদ। —নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
বাঁকুড়া শেষ আপডেট: ৩০ মে ২০১৫ ০১:২০
Share: Save:

সি-আর্ম মেশিন খারাপ হয়ে থাকার ফলে দীর্ঘদিন ধরেই কোমর বা হাঁটুর জয়েন্টে অস্ত্রোপচারের জন্য বাঁকুড়া মেডিক্যালের রোগীদের অন্যত্র চলে যেতে হচ্ছিল। অবশেষে সাংসদের এলাকা উন্নয়নের তহবিল থেকে নতুন সি-আর্ম মেশিন বসল এই হাসপাতালে। শুক্রবার হাসপাতালে এই মেশিনের উদ্বোধন করেন বাঁকুড়ার সাংসদ মুনমুন সেন। উপস্থিত ছিলেন জেলা সভাধিপতি অরূপ চক্রবর্তী, জেলাশাসক বিজয় ভারতী, বাঁকুড়া মেডিক্যালের অধ্যক্ষ পার্থপ্রতিম প্রধান ও হাসপাতাল সুপার পঞ্চানন কুণ্ডু। হাসপাতাল সূত্রে খবর, প্রায় ১৪ লক্ষ টাকা ব্যায়ে মেশিনটি কেনা হয়েছে। পঞ্চাননবাবু বলেন, “সি-আর্ম মেশিন না থাকায় রোগীদের বর্ধমান, মেদিনীপুর বা কলকাতায় পাঠাতে হচ্ছিল। এ বার সেই সমস্যা মিটল।” হাসপাতালে সি-আর্ম মেশিন উদ্বোধনের পরে পোয়াবাগানে বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ে ছাত্রছাত্রীদের জন্য একটি নতুন বাসের উদ্বোধন করেন সাংসদ। বিকেলে জেলা পরিষদের অডিটোরিয়ামে ১০০ দিনের প্রকল্প ও জেলা পরিষদের উদ্যোগে শুরু হয়েছে ‘আম মেলা’। তারও উদ্বোধন করেন মুনমুন। বাঁকুড়া জেলা স্কুলে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনা সভাতেও যোগ দেন তিনি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE