একাধিক আইফোন থেকে করা যাবে হোয়াট্সঅ্যাপ। ছবি- সংগৃহীত
আইফোন ব্যবহারকারীদের জন্য সুখবর। এ বার একটি মাত্র অ্যাকাউন্ট থেকে একসঙ্গে ৪টি আইফোনে হোয়াট্সঅ্যাপ ব্যবহার করা যাবে। যার ফলে একজন ব্যবহারকারী আলাদা আলাদা ফোন থেকে নম্বর না বদলেই হোয়াট্সঅ্যাপ ব্যবহার করতে পারবেন। নতুন এই ফিচারটির নাম ‘কম্প্যানিয়ন মোড’। কিছু দিন আগেই পরীক্ষামূলক ভাবে অ্যান্ড্রয়েড ফোনে বিশেষ এই সুবিধা চালু হয়েছিল।
এই সুবিধা পেতে গেলে কী করতে হবে?
১) প্রথমে কম্পিউটার বা ল্যাপটপে ওয়েব ফরম্যাটে হোয়াট্সঅ্যাপ খুলুন।
২) প্রোফাইলের ডান দিকে কোণে তিনটি বিন্দুর উপর ক্লিক করুন।
৩) ‘লিঙ্ক ডিভাইস’ অপশনে ক্লিক করুন।
৪) ফোনের পর্দায় ফুটে উঠবে ‘কিউআর’ কোডের অপশন।
৫) স্ক্যান করে ২টি ডিভাইস লিঙ্ক করিয়ে দিলেই একসঙ্গে কাজ করবে হোয়াট্সঅ্যাপ।
৬) একই ভাবে অন্য ২টি ফোনেও স্ক্যান করা যাবে এই ‘কিউআর’ কোড।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy