Advertisement
২৭ এপ্রিল ২০২৪
Marriage

কেবল শরীরী তৃপ্তি নয়, সন্তান উৎপাদনই বিয়ের আসল উদ্দেশ্য, বলল মাদ্রাজ হাই কোর্ট

একটি মামলার শুনানিতে মাদ্রাজ হাই কোর্টের এক বিচারপতি জানান, যাঁরা বিয়ে করছেন তাঁদের এ কথা মাথায় রাখা উচিত যে, বিয়ে নিছক শারীরিক সুখের বিষয় নয়, বিয়ের আসল উদ্দেশ্য সন্তান উৎপাদন করা।

বিয়ের আসল উদ্দেশ্য কী?

বিয়ের আসল উদ্দেশ্য কী? প্রতীকী ছবি

সংবাদ সংস্থা
চেন্নাই শেষ আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২২ ১৮:১৭
Share: Save:

বিবাহবন্ধনে আবদ্ধ হওয়া মানে কেবল শারীরিক চাহিদা পূরণ করা নয়, বরং বিয়ের আসল উদ্দেশ্য সন্তান উৎপাদন করা। আলাদা থাকা এক দম্পতির সন্তান কার হেফাজতে থাকবে? তা নিয়ে চলা একটি মামলার রায়দানের সময় এ কথা জানান বিচারপতি কৃষ্ণণ রামাস্বামী।

এক মহিলা আইনজীবী সম্প্রতি আদালতে অভিযোগ করেন, তিনি ও তাঁর স্বামী বর্তমানে আলাদা থাকেন। তাঁর দুই সন্তান থাকে স্বামীর কাছেই। কিন্তু আলাদা থাকার পর থেকে সন্তানদের সঙ্গে তাঁকে দেখা করতে দিচ্ছেন না তাঁর স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন। ২০০৯ সালে বিয়ে হয় ওই দম্পতির। ২০২১ সালের এপ্রিল মাস থেকেই আলাদা থাকতে শুরু করেন তাঁরা। শ্বশুরবাড়ির উল্টো দিকেই একটি আলাদা ফ্ল্যাটে থাকেন ওই মহিলা। শুধু দেখা করতে না দেওয়াই নয়, শ্বশুরবাড়ির সদস্যরা দুই সন্তানের কাছে তাঁর নামে কুকথা বলেন বলেও অভিযোগ করেন ওই মহিলা।

বিচারপতি জানান, বিয়ের আসল উদ্দেশ্য সন্তান উৎপাদন করা।

বিচারপতি জানান, বিয়ের আসল উদ্দেশ্য সন্তান উৎপাদন করা। প্রতীকী ছবি

সেই মামলার শুনানিতেই বিচারপতি জানান, যাঁরা বিয়ে করছেন তাঁদের এ কথা মাথায় রাখা উচিত যে বিয়ে নিছক শারীরিক সুখের বিষয় নয়, বিয়ের আসল উদ্দেশ্য সন্তান উৎপাদন করা। আপাতত দুই সন্তান মায়ের কাছে থাকবে বলেও জানিয়েছেন বিচারপতি। তাঁর বক্তব্য, কোনও এক অভিভাবকের থেকে সন্তানকে দূরে সরিয়ে রাখা এক ধরনের নৃশংসতা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Marriage Divorce Parenting
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE