সম্প্রতি হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে পড়ুয়াদের শাড়ি সংক্রান্ত প্রশ্নের উত্তর দিয়ে প্রবল বিতর্কের মুখে পড়েন ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়। সব্যসাচীর বক্তব্যের পর বিতর্ক এবং সমালোচনার ঝ়়ড় ওঠে সব মহলে। তাঁর বক্তব্যকে নারীবিদ্বেষী ও পুরুষতান্ত্রিক বলে গর্জে ওঠে সোশ্যাল মিডিয়া।
আর এ বার নিজের মন্তব্যের জন্য ক্ষমা চাইতেও সেই সোশ্যাল মিডিয়ার সাহায্য নিলেন সেলিব্রিটি ডিজাইনার। ইনস্টাগ্রামে তিনটি খোলা চিঠির মাধ্যমে দুঃখপ্রকাশ করেন বি-টাউনের ফেভারিট সব্যসাচী।
খোলা চিঠির প্রথম ভাগে তিনি লিখেছেন, ‘‘শুরুতেই বলছি, আমাকে ক্ষমা চাওয়ার সুযোগ দেওয়া হোক। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সম্মেলনে পড়ুয়াদের প্রশ্নের উত্তর দিতে মহিলাদের শাড়ি পরতে পারার বিষয়ে আমি ‘লজ্জা’ শব্দটি ব্যবহার করেছি। আমি অনুতপ্ত যে আমার কথা অনেকেরই নারীবিদ্বেষী, পুরুষতান্ত্রিক মনে করেছেন। আমার কথার উদ্দেশ্য অবশ্যই তা ছিল না।’’ এর পর সে দিনের প্রশ্নোত্তর পর্বের সেই বিশেষ অংশ তুলে দিয়েছেন তিনি।