জীবনে কখনও স্কেট বোর্ডিং করেছেন? এই কাজ কিন্তু মোটেও সহজ নয়! এই কাজের জন্য যেমন ধৈর্যের প্রয়োজন তেমনই চাই দক্ষতা। লারিসা ডি’সা নামক এক ‘ট্র্যাভেল ইনফ্লুয়েন্সার’ নিজের এক ইনস্টাগ্রামের ভিডিয়োতে অসাধারণ দক্ষতার সঙ্গে এই কাজ করে দেখালেন। আর সেই দেখে মুগ্ধ হলেন হাজার হাজার নেটাগরিক। আপনি হয় তো ভাবছেন, এ আর এমনকি! কত লোকই তো স্কেটবোর্ডিং করেন। লারিসা যখন স্কেটবোর্ডিং করছিলেন, তখন কিন্তু তাঁর পরনে ছিল শাড়ি। আর সেই দেখেই হতবাক নেটাগরিকরা।
লারিসা যেই ভিডিয়ো শেয়ার করেছেন তাতে দেখা যাচ্ছে, সবুজে মোড়ো কেরলের রাস্তায় সাদা সুতির শাড়ি পড়ে স্কেটিং-এ মত্ত তিনি। কেবল শাড়ি নয়, মাথায় আবার ফুলের মালাও বেঁধেছেন তিনি। কখনও তিনি ক্যামেরায় তাকিয়ে হাসছেন আবার কখনও শাড়ি নিয়ে কেরামতি দেখাতে ব্যস্ত তিনি।
ভিডিয়োর নীচে লারিসা লেখেন, ‘এই ভিডিয়ো করার সময়ে রাস্তায় অনেক মানুষ জড়ো হয়ে যায়। কেউ কেউ আবার আমার সঙ্গে নিজস্বীও তুলতে চান। বেশ মজা লাগছিল। তবে একটা কথা বলতে চাই, শাড়ি পরে স্কেট বোর্ডিং করা কিন্তু বেশ কঠিন কাজ।’
লারিসার এই অভিনব প্রচেষ্টা দারুণ পছন্দ হয়েছে নেটাগরিকদের। দেড় লক্ষের বেশি মানুষ এই ভিডিয়োটি পছন্দ করেছেন।
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ।