Advertisement
২৬ এপ্রিল ২০২৪
Wedding

Wedding dress: আস্ত কেক থেকে অ্যালুমিনিয়াম! বিয়েতে এই সব পোশাকও পরা যায় কখনও ভেবে দেখেছেন

বিয়ে মানে জীবনের বিশেষ দিন। আর এই দিন কি না সেই গতে বাঁধা সাদামাটা পোশাক!

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৩ জুলাই ২০২১ ১৩:০৫
Share: Save:
০১ ১৯
বিয়ে মানেই বিশেষ দিন। এই বিশেষ দিনটিকে আরও বিশেষ করতে অভিনব সব পরিকল্পনা মাথায় আসে অনেকের। নিজেকে স্বতন্ত্র করে তুলতে অনেক সময় বিয়ের কনেরা হাস্যকর কিংবা ভয়ঙ্করও হয়ে ওঠেন।

বিয়ে মানেই বিশেষ দিন। এই বিশেষ দিনটিকে আরও বিশেষ করতে অভিনব সব পরিকল্পনা মাথায় আসে অনেকের। নিজেকে স্বতন্ত্র করে তুলতে অনেক সময় বিয়ের কনেরা হাস্যকর কিংবা ভয়ঙ্করও হয়ে ওঠেন।

০২ ১৯
বিয়ের দিন কি না সেই গতে বাঁধা সাদামাটা পোশাক! একেবারেই পছন্দ ছিল না এই মহিলার। তাই ওই দিন সাদার বদলে অর্ডার দিয়ে ফুলছাপ পোশাক বানিয়েছেন তিনি। পোশাকের সঙ্গে মিল করে নিজের চুলেও নীল রং করে নিয়েছিলেন।

বিয়ের দিন কি না সেই গতে বাঁধা সাদামাটা পোশাক! একেবারেই পছন্দ ছিল না এই মহিলার। তাই ওই দিন সাদার বদলে অর্ডার দিয়ে ফুলছাপ পোশাক বানিয়েছেন তিনি। পোশাকের সঙ্গে মিল করে নিজের চুলেও নীল রং করে নিয়েছিলেন।

০৩ ১৯
নিজেকে ‘হট’ লাগতে ইনি আবার নিজের পোশাকেই ‘আগুন’ ধরিয়ে দিয়েছেন। সাদার উপর কেমন আগুনের ফুলকি ঝরে পড়ছে দেখছেন তো?

নিজেকে ‘হট’ লাগতে ইনি আবার নিজের পোশাকেই ‘আগুন’ ধরিয়ে দিয়েছেন। সাদার উপর কেমন আগুনের ফুলকি ঝরে পড়ছে দেখছেন তো?

০৪ ১৯
বহু বছর ধরেই বিয়ের পোশাকের সঙ্গে যুক্ত দীর্ঘ অংশ মহিলামহলে খুবই জনপ্রিয়। প্রিন্স ডায়ানার আইকনিক বিয়ের পোশাক এর প্রকৃষ্ট উদাহরণ। এই মহিলা আবার আরও কয়েক ধাপ এগিয়ে গিয়েছেন। এমন পোশাক বানিয়েছেন যা সামলাতে মনে হয় অর্ধেক নিমন্ত্রিতকেই হাত লাগাতে হবে।

বহু বছর ধরেই বিয়ের পোশাকের সঙ্গে যুক্ত দীর্ঘ অংশ মহিলামহলে খুবই জনপ্রিয়। প্রিন্স ডায়ানার আইকনিক বিয়ের পোশাক এর প্রকৃষ্ট উদাহরণ। এই মহিলা আবার আরও কয়েক ধাপ এগিয়ে গিয়েছেন। এমন পোশাক বানিয়েছেন যা সামলাতে মনে হয় অর্ধেক নিমন্ত্রিতকেই হাত লাগাতে হবে।

০৫ ১৯
ব্রাইডসমেডস-দের সঙ্গে মিলিয়ে কনের পোশাক বানানোর রীতি তো দেখেছেন। ভেড়ার সঙ্গে মিলিয়ে পোশাক বানাবেন কেউ? সে কেউ বানাক বা না বানান। ইনি তো খুশি মনে বানিয়েছেন। পাশে হেঁটে যাওয়া ভেড়ার লোম দিয়েই নিজের পোশাক তৈরি করিয়েছেন।

ব্রাইডসমেডস-দের সঙ্গে মিলিয়ে কনের পোশাক বানানোর রীতি তো দেখেছেন। ভেড়ার সঙ্গে মিলিয়ে পোশাক বানাবেন কেউ? সে কেউ বানাক বা না বানান। ইনি তো খুশি মনে বানিয়েছেন। পাশে হেঁটে যাওয়া ভেড়ার লোম দিয়েই নিজের পোশাক তৈরি করিয়েছেন।

০৬ ১৯
ইনি আবার বিয়ে করতে চেয়েছিলেন ফুরফুরে মেজাজে। চাপমুক্ত এবং হালকা মনে। ওই দিন এতটাই হালকা হয়েছিলেন যে উড়েও যেতে পারতেন! কারণ তাঁর পুরো পোশাকই বানানো হয়েছিল বেলুন দিয়ে।

ইনি আবার বিয়ে করতে চেয়েছিলেন ফুরফুরে মেজাজে। চাপমুক্ত এবং হালকা মনে। ওই দিন এতটাই হালকা হয়েছিলেন যে উড়েও যেতে পারতেন! কারণ তাঁর পুরো পোশাকই বানানো হয়েছিল বেলুন দিয়ে।

০৭ ১৯
স্বামী-স্ত্রী দু’জনে যখন একই সিনেমার ভক্ত হন তার পরিণতি কী হয়? ঠিক যেমন পাশের ছবিতে রয়েছে। দু’জনেই আসলে ‘শ্রেক’ সিনেমার ভক্ত। তাই ছবির চরিত্রের মতো নিজেদের শরীরও সবুজ রং করে ফেলেছেন।

স্বামী-স্ত্রী দু’জনে যখন একই সিনেমার ভক্ত হন তার পরিণতি কী হয়? ঠিক যেমন পাশের ছবিতে রয়েছে। দু’জনেই আসলে ‘শ্রেক’ সিনেমার ভক্ত। তাই ছবির চরিত্রের মতো নিজেদের শরীরও সবুজ রং করে ফেলেছেন।

০৮ ১৯
ছোটবেলায় পরীদের গল্প শুনতে আমরা সকলেই ভালবাসতাম। সেই ভালবাসা এঁর বড় হয়েও যায়নি। নিজে পরীদের মতো সেজেছেন আর স্বামীকেও সাজিয়েছেন। পরী হওয়ার স্বপ্ন যেন পূর্ণ হল তাঁর।

ছোটবেলায় পরীদের গল্প শুনতে আমরা সকলেই ভালবাসতাম। সেই ভালবাসা এঁর বড় হয়েও যায়নি। নিজে পরীদের মতো সেজেছেন আর স্বামীকেও সাজিয়েছেন। পরী হওয়ার স্বপ্ন যেন পূর্ণ হল তাঁর।

০৯ ১৯
ছবিতে দেখে বোঝার উপায় নেই। এই পোশাক পুরোটাই তৈরি হয়েছে টয়লেট পেপার দিয়ে।

ছবিতে দেখে বোঝার উপায় নেই। এই পোশাক পুরোটাই তৈরি হয়েছে টয়লেট পেপার দিয়ে।

১০ ১৯
শিকারি কনে। তাঁর কাছে অবসর মানেই বন্দুক নিয়ে শিকারে যাওয়া। এই বিশেষ দিনে কি ভালবাসাকে ভুলে থাকা যায়! তাই বন্দুক দিয়ে পোশাক বানাতে পারেননি তো কী হয়েছে, সঙ্গে বন্দুকধারী এক ব্যক্তিকে রেখে দিয়েছিলেন বিয়ের দিন।

শিকারি কনে। তাঁর কাছে অবসর মানেই বন্দুক নিয়ে শিকারে যাওয়া। এই বিশেষ দিনে কি ভালবাসাকে ভুলে থাকা যায়! তাই বন্দুক দিয়ে পোশাক বানাতে পারেননি তো কী হয়েছে, সঙ্গে বন্দুকধারী এক ব্যক্তিকে রেখে দিয়েছিলেন বিয়ের দিন।

১১ ১৯
হবু স্ত্রীর শখ মেটাতে বেচারা স্বামীর শ্বাসরোধ হয়ে পড়ার সম্ভাবনা তৈরি হয়েছিল। স্ত্রী চেয়েছিলেন পরীরাজ্যের রাজকন্যা হবেন। সে রকমই পোশাক বানিয়েছেন তিনি। তার ফল কী হয়েছিল এক বার দেখে নিন।

হবু স্ত্রীর শখ মেটাতে বেচারা স্বামীর শ্বাসরোধ হয়ে পড়ার সম্ভাবনা তৈরি হয়েছিল। স্ত্রী চেয়েছিলেন পরীরাজ্যের রাজকন্যা হবেন। সে রকমই পোশাক বানিয়েছেন তিনি। তার ফল কী হয়েছিল এক বার দেখে নিন।

১২ ১৯
আমৃত্যু বন্ধনে বাঁধা পড়ার শপথ নেন সমস্ত বর-কনেই। শপথের সময় পাঠ করা সেই শব্দবন্ধগুলোকেই বাস্তব রূপ দিয়েছেন এঁরা। জম্বির মতো সেজেছেন তাই। এমন বর-কনে কখনও দেখেছেন?

আমৃত্যু বন্ধনে বাঁধা পড়ার শপথ নেন সমস্ত বর-কনেই। শপথের সময় পাঠ করা সেই শব্দবন্ধগুলোকেই বাস্তব রূপ দিয়েছেন এঁরা। জম্বির মতো সেজেছেন তাই। এমন বর-কনে কখনও দেখেছেন?

১৩ ১৯
ছবিতে যে পোশাকটি দেখছেন সেটি কী দিয়ে তৈরি করা হয়েছে বলুন তো? পুরোটাই তৈরি হয়েছে অ্যালুমিনিয়াম দিয়ে! বিয়ের দিন নিজেকে স্বতন্ত্র করে তুলতে সত্যিই প্রচুর মাথা খাটাতে হয়েছে তাঁকে। শুধু একটাই প্রশ্ন, এই পোশাক পরে ঘরের বাইরে থাকলেন কী করে?

ছবিতে যে পোশাকটি দেখছেন সেটি কী দিয়ে তৈরি করা হয়েছে বলুন তো? পুরোটাই তৈরি হয়েছে অ্যালুমিনিয়াম দিয়ে! বিয়ের দিন নিজেকে স্বতন্ত্র করে তুলতে সত্যিই প্রচুর মাথা খাটাতে হয়েছে তাঁকে। শুধু একটাই প্রশ্ন, এই পোশাক পরে ঘরের বাইরে থাকলেন কী করে?

১৪ ১৯
ইনি আবার বিয়ের জন্য মনের মতো মানুষ খুঁজে পাননি। তাই নিজেই নিজেকে বিয়ে করে বসেছেন। তাঁর শরীরের বাঁ দিকটা মহিলা এবং ডান দিকটা পুরুষের মতো সাজিয়ে তুলেছিলেন বিয়ের দিন।

ইনি আবার বিয়ের জন্য মনের মতো মানুষ খুঁজে পাননি। তাই নিজেই নিজেকে বিয়ে করে বসেছেন। তাঁর শরীরের বাঁ দিকটা মহিলা এবং ডান দিকটা পুরুষের মতো সাজিয়ে তুলেছিলেন বিয়ের দিন।

১৫ ১৯
কনের পোশাকই যখন ওয়েডিং কেক! পাশের ছবিতে ভাল করে দেখুন পোশাকটি শুধু কেকের মতো দেখতেই নয়, সেটা সত্যিই কেক। খিদে পেলে কনেও যখন তখন এক টুকরো নিয়ে খেয়েও ফেলতে পারেন।

কনের পোশাকই যখন ওয়েডিং কেক! পাশের ছবিতে ভাল করে দেখুন পোশাকটি শুধু কেকের মতো দেখতেই নয়, সেটা সত্যিই কেক। খিদে পেলে কনেও যখন তখন এক টুকরো নিয়ে খেয়েও ফেলতে পারেন।

১৬ ১৯
শুধু নকল চুল লাগিয়ে অনন্য হয়ে ওঠেননি, তাঁর পোশাকও তৈরি হয়েছে নানা রঙের পরচুল দিয়েই।

শুধু নকল চুল লাগিয়ে অনন্য হয়ে ওঠেননি, তাঁর পোশাকও তৈরি হয়েছে নানা রঙের পরচুল দিয়েই।

১৭ ১৯
বলাই যায় যে, দেশপ্রেমে নজির তৈরি করেছেন ইনি। তা না হলে নিজের বিয়ের দিনও দেশের পতাকা রাখেন বিয়ের পোশাকে!

বলাই যায় যে, দেশপ্রেমে নজির তৈরি করেছেন ইনি। তা না হলে নিজের বিয়ের দিনও দেশের পতাকা রাখেন বিয়ের পোশাকে!

১৮ ১৯
গাছ ভালবাসেন। তার মধ্যে সবচেয়ে বেশি শখ ক্যাকটাসে। ক্যাকটাসের প্রতি ভালবাসা দেখাতে নিজেই ওই দিন ক্যাকটাস হয়ে গিয়েছিলেন।

গাছ ভালবাসেন। তার মধ্যে সবচেয়ে বেশি শখ ক্যাকটাসে। ক্যাকটাসের প্রতি ভালবাসা দেখাতে নিজেই ওই দিন ক্যাকটাস হয়ে গিয়েছিলেন।

১৯ ১৯
বিশ্বের সবচেয়ে মিষ্টি কনে! এঁর পোশাকও বানানো হয়েছে কেক দিয়েই। তবে আগের কেক পোশাক থেকে একটু আলাদা এটি। আগের ক্ষেত্রে পোশাকের থরে থরে সাজানো ছিল কাপ কেক। আর এ ক্ষেত্রে পুরোটাই কেক।

বিশ্বের সবচেয়ে মিষ্টি কনে! এঁর পোশাকও বানানো হয়েছে কেক দিয়েই। তবে আগের কেক পোশাক থেকে একটু আলাদা এটি। আগের ক্ষেত্রে পোশাকের থরে থরে সাজানো ছিল কাপ কেক। আর এ ক্ষেত্রে পুরোটাই কেক।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE