বন্ধ হতে চলেছে লন্ডনভিত্তিক প্রসাধনী সংস্থা দ্য বডি শপ। নিজেদের দেউলিয়া ঘোষণা করে ইতিমধ্যেই লন্ডনে তাদের সব দোকান বন্ধ করে দিয়েছে সংস্থা। দ্য বডি শপের তরফে জানানো হয়েছে, খুব শীঘ্রই কানাডার প্রায় এক ডজন দোকানও বন্ধ হতে চলেছে।
মার্চ মাসের শুরুর দিকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে সংস্থার তরফে বলা হয়েছে, ১ মার্চ থেকেই লন্ডনে তাদের সব দোকান বন্ধ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে যে, কানাডায় ১০৫টি দোকানের মধ্যে ৩৩টি দোকানে প্রতিটি প্রসাধনীর উপরেই ছাড় দেওয়া শুরু হবে। আপাতত কানাডার অনলাইন সাইটগুলিতে কোনও রকম ছাড় দেওয়া চলবে না। কানাডায় সব দোকানগুলি খোলা থাকবে।
বিগত কয়েক বছরে উচ্চ মুদ্রাস্ফীতি খুচরা বিক্রেতাদের ব্যাপক ক্ষতি করেছে। ক্ষতির সম্মুখীন হয়েছে দ্য বডি শপের মতো সংস্থাগুলি, যাদের মূল গ্রাহক হল মধ্যবিত্তরা।
দ্য বডি শপ নামক সংস্থাটি মূলত প্রাকৃতিক উপকরণ দিয়ে প্রসাধনী তৈরি করার জন্য সাধারণের মধ্যে বেশ জনপ্রিয়।
১৯৭৬ সালে লন্ডনের মানবাধিকার কর্মী এবং পরিবেশবিদ অনিতা রডিক এই সংস্থাটি তৈরি করেন। ২০২৩ সালের মধ্যে এই সংস্থাটি প্রায় ৮০টিরও বেশি দেশে আড়াই হাজারেরও বেশি দোকান খুলে ফেলেছিল। এই মুহূর্তে ৬০টিরও বেশি অনলাইন সাইটে দ্য বডি শপের প্রসাধনী সামগ্রী বিক্রি হয়।
এ দেশেও বডি শপের অনেক দোকান আছে। সে সবের ভবিষ্যৎ নিয়ে এখনও কোনও ভাবনা জানা যায়নি।