চুলের যত্ন নেওয়ার বিবিধ উপায় কাজে লাগিয়েছেন। এ বার রান্নাঘরে ব্যবহৃত চায়ের পাতা দিয়েও চুলের যত্ন নিয়ে দেখতে পারেন। চায়ে থাকা নানা ধরনের অ্যান্টি অক্সিড্যান্ট চুলকে স্বাস্থ্যোজ্জ্বল বানাতে সাহায্য করবে। চুল পড়া কমাতে, চুলে ঝলমলে ভাব আনতে এবং প্রাকৃতিক উপায়ে চুলে রং গাঢ় করতে চা পাতা দারুণ কার্যকরী।
১. চুল উজ্জ্বল করতে
শ্যাম্পু করার পর লিকার চা কন্ডিশনার হিসেবে ব্যবহার করলে চুল ঝলমলে ও উজ্জ্বল হয়।
পদ্ধতি: ২-৩ কাপ জলে ২ চামচ চা পাতা দিয়ে ভাল করে ফুটিয়ে কড়া লিকার তৈরি করুন। এটি ঠান্ডা করে ছেঁকে নিন।
ব্যবহার: শ্যাম্পু করার পর চুলে এই লিকার ঢেলে দিন। ৫-১০ মিনিট রেখে সাধারণ জল দিয়ে ধুয়ে ফেলুন।
২. চুল পড়া কমাতে
চুল পড়া বন্ধ করতে এবং নতুন চুল গজাতে চা পাতা ও মেথির প্যাকটি খুব উপকারী।
পদ্ধতি: চা পাতার লিকারের সঙ্গে ১ চামচ মেথি বাটা বা মেথি গুঁড়ো মিশিয়ে নিন।
ব্যবহার: মিশ্রণটি মাথার ত্বকে লাগিয়ে ৩০ মিনিট রাখুন। এরপর মাইল্ড শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।
৩. খুশকি দূর করতে
যাদের মাথায় খুশকি আছে, তাদের জন্য চা পাতা ও লেবুর রসের প্যাক লাগালে কাজ হতে পারে।
পদ্ধতি: কড়া লিকার চায়ের সাথে এক টেবিল চামচ লেবুর রস মিশিয়ে নিন।
ব্যবহার: এটি চুলের গোড়ায় ঘষে ঘষে লাগান। ২০ মিনিট পর ধুয়ে ফেলুন। এটি মাথার ত্বকের অতিরিক্ত তেল ও খুশকি দূর করে।
৪. চুলের রং গাঢ় করতে
সাদা চুল প্রাকৃতিকভাবে কালো দেখাতে বা চুলে তামাটে আভা আনতে চা পাতা ব্যবহার করা যায়।
পদ্ধতি: চা পাতা এবং কফি পাউডার একসাথে ফুটিয়ে ঘন লিকার তৈরি করুন।
ব্যবহার: এই মিশ্রণটি চুলে লাগিয়ে ১ ঘণ্টা রাখুন। এরপর শুধু জল দিয়ে ধুয়ে ফেলুন। তার পরে আর শ্যাম্পু করবেন না।