‘কবীর সিংহ’ থেকেই বলিউড অভিনেত্রী কিয়ারা আডবাণীর অনুগামীর সংখ্যা ঊর্ধ্বমূখী। তাঁর অভিনেয় ক্ষমতার পাশাপাশি ঝকঝকে চেহারাও নজর কেড়েছে সকলের। তাঁর মতো পরিষ্কার সুস্থ ঝকঝক ত্বক সত্যিই সকলে পেতে চান। যদিও তাঁর চেহারা অনেকটাই জিনগত, কিন্তু ত্বকের যত্ন নেওয়ার ক্ষেত্রেও কিয়ারা যথেষ্ঠ পরিশ্রমী। তবে প্রচুর অর্থ খরচ করে নামী-দামি বিউটি প্রডাক্টে নয়, কিয়ারা ভরসা রাখেন ঘরোয়া টোটকায়। তাঁর গোপন টোটকা কী? জেনে নেওয়া যাক।