Advertisement
E-Paper

ক্রিটিক্যাল কেয়ারের উদ্বোধন বক্স বাজিয়ে

বড় বড় হরফে লেখা ‘নিঃশব্দ এলাকা’। অথচ সেই নিষিদ্ধ এলাকাতেই বাজান হল সাউন্ড বক্স! হাসপাতালের জরুরি বিভাগের সামনে প্রতীক্ষালয়ের ভিতরেই ক্রিটিক্যাল কেয়ার ইউনিটের উদ্বোধন উপলক্ষে তার সাক্ষী থাকলেন মন্ত্রী, সরকারী আধিকারিক এবং জেলার প্রশাসনিক কর্তারা। ঘটনাস্থল রামপুরহাট জেলা হাসপাতাল। বৃহস্পতিবার দুপুরে দক্ষিণ চব্বিশ পরগণা জেলায় এক অনুষ্ঠানে রামপুরহাট জেলা হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটের উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই উদ্বোধন ঘিরে রামপুরহাট জেলা হাসপাতালের জরুরী বিভাগের সামনে প্রতীক্ষালয়ের ভিতরেও দুটি সাউন্ড বক্স নিয়ে একটি ছোট অনুষ্ঠানের ব্যবস্থা করা হয়।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৯ মে ২০১৫ ০১:৩০
সিসিইউ উদ্বোধন রামপুরহাট জেলা হাসপাতালে। মাইক হাতে বিধায়ক তথা মন্ত্রী। —নিজস্ব চিত্র।

সিসিইউ উদ্বোধন রামপুরহাট জেলা হাসপাতালে। মাইক হাতে বিধায়ক তথা মন্ত্রী। —নিজস্ব চিত্র।

বড় বড় হরফে লেখা ‘নিঃশব্দ এলাকা’। অথচ সেই নিষিদ্ধ এলাকাতেই বাজান হল সাউন্ড বক্স!

হাসপাতালের জরুরি বিভাগের সামনে প্রতীক্ষালয়ের ভিতরেই ক্রিটিক্যাল কেয়ার ইউনিটের উদ্বোধন উপলক্ষে তার সাক্ষী থাকলেন মন্ত্রী, সরকারী আধিকারিক এবং জেলার প্রশাসনিক কর্তারা। ঘটনাস্থল রামপুরহাট জেলা হাসপাতাল।

বৃহস্পতিবার দুপুরে দক্ষিণ চব্বিশ পরগণা জেলায় এক অনুষ্ঠানে রামপুরহাট জেলা হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটের উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই উদ্বোধন ঘিরে রামপুরহাট জেলা হাসপাতালের জরুরী বিভাগের সামনে প্রতীক্ষালয়ের ভিতরেও দুটি সাউন্ড বক্স নিয়ে একটি ছোট অনুষ্ঠানের ব্যবস্থা করা হয়। রামপুরহাট জেলা হাসপাতালে ১২ শয্যার ক্রিটিক্যাল কেয়ার ইউনিটের এ দিন ফিতে কেটে উদ্বোধন করেন মন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়। ইউনিটটি করতে দেড় কোটি টাকা খরচ হয়েছে। আগামী সাত আট দিনের মধ্যে ইউনিটটি চালু হয়ে যাবে।

অন্যদিকে এ দিনই পাঁচ শয্যা বিশিষ্ট একটি ডায়ালিসিস ইউনিট চালু হল সিউড়ি সদর হাসপাতালে। এ দিন বিকালে জেলাপরিষদের সভাধিপতি বিকাশ রায় চৌধুরী ইউনিটটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। রাজ্যের বিভিন্ন প্রকল্পের উদ্বোধন মুখ্যমন্ত্রী মমতা বন্ধ্যোপাধ্যায়ের হাত ধরে যেমন হয়েছে, সেভাবেই সিউড়ি হাসপাতালের ডায়লিসিস ইউনিটটিও ছিল। অত্যাধুনিক যন্ত্রপাতি সজ্জিত ইউনিটটি করতে আড়াই কোটি টাকা অর্থ সাহায্য করেছে রাজ্য সরকার। বিপিএল তালিকা ভুক্ত বা স্বাস্থ্য বিমা কার্ডের অধিকারী রোগীদের জন্য ডায়লিসিস প্রতি ন্যূনতম ২৮০ টাকা এবং অন্যান্য রোগীদের জন্য ন্যূনতম ৭৮০ টাকা নেওয়া হবে বলে জানিয়েছেন হাসপাতাল সুপার শোভন দে। সুপার আরও বলেন, দিনে ২০ জন রোগী ডায়ালিসিস নিতে পারবেন। তবে, ইউনিটটির সূচনা হলে পরিষেবা চালু হবে আরও দু’দিন পরে। সিউড়িতে অবশ্য এই উদ্বোধন অনুষ্ঠানে কোনও সাউন্ড বক্স ব্যবহার করা হয়নি।

রামপুরহাটে এ দিনের অনুষ্ঠানের উদ্যোক্তা ছিল জেলা স্বাস্থ্য দফতর। অনুষ্ঠানে মন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায় ছাড়াও ছিলেন, জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ব্রজেশ্বর মজুমদার, রামপুরহাট মহকুমাশাসক উমাশঙ্কর এস প্রমুখ। রামপুরহাট পুরসভার পুরপ্রধান অশ্বিনি তিওয়ারি, উপ-পুরপ্রধান সুকান্ত সরকার-সহ রামপুরহাট পুরসভার তৃণমূলের মহিলা কাউন্সিলররা। ছিলেন তৃণমূল নেতা অশোক চট্টোপাধ্যায়ও। সরকারি অনুষ্ঠান কার্যত দলীয় অনুষ্ঠানের রূপ নেয়।

হাসপাতালের ভর্তি থাকা রোগীদের আত্নীয় পরিজনদের জন্য প্রতীক্ষালয়ে চলে যায় দলের নেতাদের দখলে। ঘণ্টা খানেক ধরে রোগীর আত্মীয় পরিজনরা প্রতীক্ষাশালার বাইরে হাসপাতাল চত্ত্বরে একটু ছায়ার আশ্রয়ের খোঁজে গাছ তলাতেই ঠাঁই নেন। হাসপাতালে ভর্তি থাকা রোগীর আত্মীয় পরিজনদের একাংশ ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘‘সরকার নিয়ম তৈরি করে রেখেছে আবার সরকারের লোকেরাই নিয়ম ভাঙছে। আর তারপরে তো প্রতিবাদ করলে শাসক দলের কর্মী হলে ছাড়, আর বিরোধী হলে মারধর।’’ মাড়গ্রাম থানার রানাপুর গ্রামের বাসিন্দা হরেরাম মণ্ডল বলেন, ‘‘ছেলে ভর্তি আছে। যেখানে নিঃশব্দ এলাকা লেখা রয়েছে সেখানে বক্স বাজান ঠিক হয়নি। না বাজালেই বা কী এমন ক্ষতি হতো!’’

রামপুরহাট স্বাস্থ্য জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ব্রজেশ্বর মজুমদার বলেন, ‘‘অল্প সাউন্ডে বক্স বাজানোর জন্য রামপুরহাট মহকুমাশাসক এবং মন্ত্রীর অনুমতি নিয়ে বক্স বাজান হয়েছে।’’ মন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘শব্দ দূষনের মাত্রা মেনে ন্যূনতম শব্দে বক্স বাজান হয়েছে। তাহলে তো রাষ্ট্রীয় স্বাস্থ্য বীমা যোজনার অর্ন্তভুক্ত রোগী সহায়তা কেন্দ্রে রোগীদের জন্য বক্স বাজানো উচিত নয়।’’ বক্স বাজানোর অনুমতি দিয়েছেন রামপুরহাটের মহকুমাশাসক। কী বলছেন তিনি? মহকুমাশাসক উমাশঙ্কর এস বলেন, ‘‘২০ থেকে ৩০ ডেসিবল মাত্রায় কথাগুলো মানুষকে বোঝানোর জন্য বক্স ব্যবহার করা হয়েছে।’’

Rampurhat Suri sound box hospital Mamata Banerjee critical care unit
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy