What are some of the best low spec smartphone games dgtl
URL Copied
লাইফস্টাইল
Videogames: বৃষ্টিতে ঘরবন্দি? ফোনে কোন কোন গেম খেলে সময় কাটাতে পারেন
নিজস্ব সংবাদদাতা
কলকাতা ২৯ সেপ্টেম্বর ২০২১ ১৩:৪৮
Advertisement
১ / ১০
সকাল থেকে বৃষ্টি। বাড়ির বাইরে যাওয়ার উপায় নেই। ভাবছেন কী করে দিনটা কাটাবেন? মোবাইলে গেম খেলেও কাটিয়ে দিতে পারেন।
২ / ১০
কিন্তু শুধু গেম খেললেই হল না, তার সঙ্গে মনে রাখতে হবে বৃষ্টিতে বিদ্যুৎ সংযোগ না থাকার কথাও। তাই এমন গেম খেলতে হবে, যাতে মোবাইলের ব্যাটারির খরচ বেশি না হয়। রইল তেমনই কয়েকটি গেমের সন্ধান।
Advertisement
Advertisement
৩ / ১০
কাট দ্য রোপ: মোবাইল গেম হিসাবে সারা পৃথিবীতেই অত্যন্ত জনপ্রিয় এই ধাঁধার গেমটি।
৪ / ১০
পিক্সেল ডানজিয়ন: লুকনো রত্ন খোঁজার এই গেমটি খেলতেও খুব কম ব্যাটারি খরচ হয়।
Advertisement
৫ / ১০
অ্যাসফাল্ট নাইট্রো: অত্যন্ত জনপ্রিয় রেসিং গেম। খেলতে বসলে কেটে যেতে পারে বহু ঘণ্টা।
৬ / ১০
অ্যাংরি বার্ড ক্লাসিক: স্মার্টফোনের সবচেয়ে জনপ্রিয় গেমগুলির একটি। বহু বছরেও এর জনপ্রিয়তা বিন্দুমাত্র কমেনি।
৭ / ১০
ফ্রুট নিনজা: পর্দায় ফল কাটতে হবে। তার জন্য পাওয়া যাবে নানা রকম ধারালো অস্ত্র। এটি খেলতেও বেশি ব্যাটারি খরচ হয় না।