Advertisement
E-Paper

শুকিয়ে, কালচে হয়ে উঁচু হয়ে রয়েছে হিনার নখ! ক্যানসারের রোগীদের নখ কেন নষ্ট হয়?

ক্যানসারের রোগী বিশেষত স্তন ক্যানসারের রোগীদের জন্য হিনা ক্রমেই অনুপ্রেরণা হয়ে উঠছেন। ক্যানসারের রোগীদের চিকিৎসা চলাকালীন কী কী শারীরিক পরিবর্তনের মধ্যে দিয়ে যেতে হয়, তা-ও জানতে পারছেন অনেকে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২০ মার্চ ২০২৫ ১৬:১১
হিনা খান।

হিনা খান। ছবি : ইনস্টাগ্রাম।

ক্যানসারের সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছেন হিনা খান। তাঁর সেই সফরের বিভিন্ন মুহূর্তের টুকরো টুকরো ছবি তিনি ভাগ করে নেন সমাজমাধ্যমে। কখনও মুণ্ডিত মাথা, কখনও চোখের পাতায় লেগে থাকা একটি মাত্র আঁথিপল্লব, কখনও বা ত্বকের নিষ্প্রাণ, শুষ্ক দশা অনুগামীদের দেখিয়েছেন হিনা। সম্প্রতি তিনি তাঁর হাতের একটি ছবি দিয়েছিলেন সমাজমাধ্যমে। সেই ছবি দেখে বিস্মিত হয়েছেন হিনার ভক্তরা। ছবিতে দেখা যাচ্ছে হিনার নখ কালচে হয়ে শুকিয়ে এসেছে নখের সাদা অংশে হলদেটে ভাব। আঙুল থেকে বেশ খানিকটা করে উুঁচু হয়ে উঠেও রয়েছে নখ। হিনা জানিয়েছেন এ সবই হয়েছে ক্যানসারের চিকিৎসা কেমোথেরাপির জন্য।

ক্যানসারের চিকিৎসায় নখ নষ্ট হয়?

ক্যানসারের চিকিৎসায় কেমোথেরাপি চলাকালীন নানারকম পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায় রোগীর শরীরে। চুল যেমন উঠে যায়, তেমনই নষ্ট হয়ে যাওয়া নখও। কেন এমন হয়, তার কারণ জানিয়েছেন ক্যানসারের চিকিৎসক তেজল গৌরাসিয়া। তিনি বলছেন, ‘‘আসলে ক্যানসারের চিকিৎসা চলাকালীন যে সমস্ত ওষুধ ব্যবহার করা হয়, তাতে নখের রং বদলে যায়। নখে হলদেটে এবং কালচে ভাব আসে। নখ শুষ্ক এবং ভঙ্গুর হয়ে যায়। আঙুল থেকে নখ উঠে আসে। কেমোথেরাপি শেষে অনেকের নখ সম্পূর্ণ উঠেও যায়।’’

নখের এই ছবিটি সমাজমাধ্যমে দিয়েছেন হিনা খান।

নখের এই ছবিটি সমাজমাধ্যমে দিয়েছেন হিনা খান। ছবি: ইনস্টাগ্রাম।

কেন নষ্ট হয় নখ?

কেমোথেরাপি চলাকালীন নখ নষ্ট হওয়ার কারণ হিসাবে জোরালো ওষুধকেই দায়ী করছেন চিকিৎসক। তিনি বলছেন—

১। ক্যানসারের চিকিৎ শরীরে দ্রুত বাড়তে থাকা যেকোনও কোষকেই নষ্ট করে। নখের কোষকেও একই ভাবে প্রভাবিত করে কেমোথেরাপির ওষুধ।

২। কেমোথেরাপি শরীরে কেরাটিন উৎপাদন কমিয়ে দেয়। যা নখকে দুর্বল করে দেয়। ফলে নখ ভেঙে যাওয়া, নখ থেকে খোসার মতো পরত উঠে যাওয়া, নখে মোটা শক্ত গাঁট তৈরি হওয়ার মতো উপসর্গ দেখা যায়।

৩। কেমোথেরাপি চলাকালীন রক্ত সঞ্চালনও নিয়ন্ত্রিত হয়। যথাযথ রক্তসঞ্চালনের অভাবে নখের রং বদলে যেতে পারে। নখ শুষ্ক হয়ে যেতে পারে।

আশার আলো

ক্যানসারের রোগী বিশেষত স্তন ক্যানসারের রোগীদের জন্য হিনা ক্রমেই অনুপ্রেরণা হয়ে উঠছেন। ক্যানসারের রোগীদের অনেকটা যুদ্ধই লড়তে হয় মনে। হিনা সেই মনের জোর দেখিয়েছেন। শিখিয়েছন নানা প্রতিকূলতা সত্ত্বেও হাল না ছাড়তে। ওই ছবির বিবরণেও হিনা লিখেছেন, ‘‘আমার নখ শুষ্ক, অনুজ্জ্বল এবং মোটা হয়ে গিয়েছে। আঙুল থেকে উঠেও আসছে। অদ্ভুত দেখতে লাগছে জানি। কিন্তু আশার কথা হল, এই অবস্থাটা স্থায়ী নয়। আবার ঠিক হবে। আর মনে রাখতে হবে আমরা আসলে সেরে উঠছি।’’

Hina Khan Chemotherapy Side Effects
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy