সারাদিনের ক্লান্তির ছাপ, চোখের তলায় লেপে থাকা কালি তুলে ফেলা সহজ নয়। তার জন্য দামি ফেসপ্যাক বা দোকান থেকে কেনা ক্রিম বা সিরাম লাগিয়েও তেমন লাভ হয় না। ত্বক চিকিৎসকেরা বলেন, রাতের সময়টা যখন শরীর বিশ্রাম পায়, তখন ত্বকেও এমন মাস্ক ব্যবহার করতে হবে যা কোষগুলিকে সতেজ রাখতে পারে। ত্বকের প্রদাহ রোধ করতে পারে। সে জন্য সারা রাত মুখে মেখে রাখা যায় এমন ক্রিম বা হাইড্রেটিং মাস্ক ব্যবহার করা উচিত। তেমন মাস্ক বানিয়ে নেওয়া যাবে ঘরেই।
‘ইন্টারন্যাশনাল জার্নাল অফ রিসার্চ ইন আয়ুর্বেদ অ্যান্ড ফার্মাসি’-তে প্রকাশিত গবেষণাপত্র অনুযায়ী বাড়িতে এমন মাস্ক তৈরি করতে হবে যাতে থাকবে প্রোবায়োটিক যেমন দই, মধু, অ্যালো ভেরা ও কয়েক রকম এসেনশিয়াল অয়েল। এমন মাস্ক রাতভর লাগিয়ে রাখলে, ত্বকে কোলাজেন তৈরি হবে, মৃতকোষ দূর হবে ও ত্বক ভিতর থেকে সতেজ ও জেল্লাদার হয়ে উঠবে।
মধু-অ্যালো ভেরার মাস্ক
এক চা চামচ মধুর সঙ্গে এত চা চামচ অ্যালো ভেরা মিশিয়ে নিন। এই ফেস-মাস্ক সারা রাত মুখে মেখে রাখতে হবে। সকালে ঠান্ডা জলে মুখ ধুয়ে নিতে হবে। এই হাইড্রেটিং ফেস-মাস্ক ত্বকের প্রদাহ নাশ করবে, ব্রণ-ফুস্কুড়ির সমস্যাও দূর করবে।
আরও পড়ুন:
গোলাপজল-গ্লিসারিন মাস্ক
এক চা চামচ গোলাপজলের সঙ্গে এক চামচ গ্লিসারিন মিশিয়ে মাস্ক বানিয়ে নিতে হবে। রাতে শুতে যাওয়ার আগে ভাল করে মুখ ধুয়ে এই মাস্ক মেখে নিতে হবে। গোলাপজল ও গ্লিসারিন শুষ্ক ত্বককে আর্দ্র করে, মসৃণ ও জেল্লাদার করে তোলে।
গ্রিন টি মাস্ক
গ্রিন টি তৈরি করে তা ঠান্ডা করে নিতে হবে। তুলো দিয়ে সারা মুখে চা লাগিয়ে রেখে দিন সারা রাত। গ্রিন টি ত্বকের মৃতকোষ দূর করে জেল্লা ফেরাবে। উন্মুক্ত রন্ধ্রের সমস্যা থাকলে তা-ও দূর হবে।