২৪ অক্টোবর থেকে আইফোনের বেশ কিছু মডেলে আর ব্যবহার করা যাবে না হোয়াটসঅ্যাপ। এমনই আশঙ্কার কথা প্রকাশ করেছে সংস্থার একাংশ। যদিও হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষের তরফে এ নিয়ে নির্দিষ্ট ভাবে এখনও কোনও ঘোষণা করা হয়নি।
এই পরিষেবাটি আইওএস ১০ এবং আইওএস ১১ সফটওয়্যারে চলা আইফোনগুলির ক্ষেত্রে বন্ধ করার কথা ভাবছে সংস্থা। আপনার আইফোনটিও কি পুরনো সফটওয়্যারে চলছে? তা হলে অবিলম্বে ফোনটি আপডেট করা জরুরি হয়ে পড়তে পারে।
যাঁরা আইফোনের নতুন মডেলগুলি ব্যবহার করছেন, তাঁদের ক্ষেত্রে চিন্তার কোনও কারণ নেই। আইফোনের নতুন মডেলগুলিতে আইওএস ১০ এবং আইওএস ১১ থেকে উন্নততর সফটওয়্যার ব্যবহার করা হয়। তবে আইফোন ৫ ও আইফোন ৫সি, এই দু’টি মডেল ব্যবহারকারীদের সমস্যায় পড়তে হতে পারে।