দামি মুহূর্তগুলি ধরে রাখার জন্য অনেকেই মোবাইল ফোনে ছবি তুলে রাখেন। কিন্তু এখন আর শুধু ছবিতে মন ভরে না। বেশির ভাগেরই পছন্দ ভিডিয়ো রেকর্ড করে রাখা। কিন্তু এক-আধটা ভিডিয়ো আলাদা করে রেখে দেওয়ার থেকে, কয়েকটিকে একসঙ্গে জুড়ে যদি ছোটখাটো একটা সিনেমার মতো বানিয়ে ফেলা যায়, তা হলে কেমন হবে? ধরুন, কোথাও বেড়াতে গেলেন। সেই বেড়ানোর ভিডিয়োগুলি আলাদা আলাদা করে না রেখে, যদি ইচ্ছা মতো জুড়ে নেওয়া যায়, তা হলে কেমন লাগবে? ভালই লাগবে। তবে তার জন্য ভিডিয়ো সম্পাদনা করার মতো পরিকাঠামো দরকার। কী ভাবছেন, কম্পিউটার লাগবে? মোটেই না। কাজটি সেরে ফেলা সম্ভব স্মার্টফোনেই। তার জন্য সাহায্য করতে পারে কয়েকটি অ্যাপ।
ফোনে কোন কোন অ্যাপ থাকলে, তা দিয়ে সহজেই ভিডিয়ো সম্পাদনার কাজ সেরে ফেলতে পারবেন, বা দরকার বানিয়ে নিতে পারবেন ছোটখাটো সিনেমা? দেখে নিন এই কাজে সেরা অ্যাপ কোনগুলি?
• পাওয়ার ডিরেক্টর: এটি খুব সহজেই ব্যবহার করা যায়। এতে চার-কে রেজোলিউশনের ভিডিয়ো পর্যন্ত সহজেই এডিট করা সম্ভব।
• ইনশট: অত্যন্ত জনপ্রিয় এই অ্যাপ। তবে নিজের ইচ্ছা মতো খুব বেশি কিছু করা যায় না এতে। মূলত নেটমাধ্যমে ভিডিয়ো দেওয়ার জন্য এই অ্যাপটি বেশি ব্যবহার করেন অনেকে।