Advertisement
২৬ এপ্রিল ২০২৪

কেন ভারতে ফ্লপ করল ‘সস্তার’ আইফোন?

ছোট ও সস্তার স্মার্টফোনের দাবি মেটাতে আইফোন এসই লঞ্চ করেছে অ্যাপল। কিন্তু কেন ভারতে সে ভাবে সাড়া ফেলল না এই আইফোন? দেখে নিন কী কী কারণে ব্যর্থ হল আইফোন এসই।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২৪ মার্চ ২০১৬ ১৬:৫০
Share: Save:

ছোট ও সস্তার স্মার্টফোনের দাবি মেটাতে আইফোন এসই লঞ্চ করেছে অ্যাপল। কিন্তু কেন ভারতে সে ভাবে সাড়া ফেলল না এই আইফোন? দেখে নিন কী কী কারণে ব্যর্থ হল আইফোন এসই।

দাম: অ্যাপেল যতই দাবি করুক সস্তার স্মার্টফোন কি সত্যিই সস্তা? অ্যাপল জানিয়েছিল আইফোন এসই-র দাম হতে চলেছে ৩৯৯ মার্কিন ডলার। ভারতীয় মূল্যে যা দাঁড়ায় ২৫,০০০ টাকা। কিন্তু চার ইঞ্চি স্ক্রিনের স্মার্টফোনের ভারতের বাজারে দাম ৩৯,০০০ টাকা। যে দেশে ২০,০০০ টাকার মধ্যে প্রচুর হাইএন্ড স্মার্টফোন পাওয়া যায় সে দেশে ৩৯,০০০ হাজারের ফোন কি সত্যিই সস্তা? অন্য দিকে ভারতের বাজারে ১৬ জিবি আইফোন সিক্সের দাম ৩২,০০০ টাকা, ১৬ জিবি আইফোন সিক্সএস-এর দাম ৪০,০০০ টাকা।

স্ক্রিন সাইজ: ভারতে ৫ ইঞ্চি ও ৫.৫ ইঞ্চি স্মার্টফোনের জনপ্রিয়তা সবচেয়ে বেশি। আর সেখানেই ব্যর্থ হয়েছে আইফোন। এমনকী, আইফোন এসই-র চার ইঞ্চি স্ক্রিন সাইজ নিয়ে মজা করা হচ্ছে সোশ্যাল মিডিয়াতেও।

ব্যাটারি: ৩৯,০০০ হাজার টাকার স্মার্টফোনের তুলনায় ১৬৪২ এমএএইচ ব্যাটারি লাইফ সত্যিই কম। ভারতীয়রা এই দামের স্মার্টফোনে ২,৫০০ এমএএইচ ব্যাটারি লাইফ ব্যবহার করে অভ্যস্ত।

মেমরি: ৩৯,০০০ হাজার টাকায় ১৬ জিবি মেমরি। কোনও এক্সপ্যান্ডিং অপশন নেই। এর মধ্যে মাত্র ১১ জিবি ব্যবহার করা যাবে। ফোরকে ভিডিও রেকর্ডিংয়ের সুবিধা তো রয়েছে। কিন্তু রেকর্ড করা ভিডিও স্টোর করার পর্যাপ্ত জায়গা রয়েছে কি?

নো থ্রিডি টাচ: আইফোন সিক্সএস ও আইফোন সিক্সএস প্লাসের অন্যতম আকর্ষণ ছিল থ্রিডি টাচ। আইফোন এসইতে সেই সুবিধা রাখতেই ভুলে গেছে অ্যাপল।

দেখুন ফোটোগ্যালারি: আইফোন এসই-র ১০ ফিচার

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Apple iPhone SE Cheap iphone
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE