Advertisement
২৬ এপ্রিল ২০২৪
Mask

Coronavirus: প্রতিষেধক নেওয়া থাকলে কি আর মাস্ক পরার প্রয়োজন আছে?

যেমন প্রতিষেধক নেওয়ার আগে করোনা-বিধি মেনে চলতে হচ্ছিল, তেমন ভাবে চলতে হবে এখনও।

আপাতত অনেক দিন চলাফেরা করা একেবারেই ঠিক নয় বলে মত দিচ্ছেন চিকিৎসকেরা।

আপাতত অনেক দিন চলাফেরা করা একেবারেই ঠিক নয় বলে মত দিচ্ছেন চিকিৎসকেরা। ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৫ মে ২০২১ ২০:৩৪
Share: Save:

প্রতিষেধক নেওয়ার পরে কি মাস্ক না পরলেও চলবে? অনেকের মনে এমন প্রশ্ন আসছে তো? কেউ কেউ হয়তো ইতিমধ্যে মাস্ক পরা ছে়ড়েও দিয়েছেন। তাই না?

কিন্তু মাস্ক ছাড়া আপাতত অনেক দিন চলাফেরা করা একেবারেই ঠিক নয় বলে মত দিচ্ছেন চিকিৎসকেরা। যেমন প্রতিষেধক নেওয়ার আগে করোনা-বিধি মেনে চলতে হচ্ছিল, তেমন ভাবে চলতে হবে এখনও। যাতে ভাইরাসকে যথাসম্ভব আটকানো যায়। কিন্তু প্রতিষেধকের কার্যক্ষমতা পরীক্ষা করেই তা দেওয়া শুরু হয়েছে। তবে এত বিধি-নিষেধ কেন? তার জন্য মূলত তিনটি ব্যাখ্যা দিচ্ছেন চিকিৎসকেরা। যেমন—

১) কোনও প্রচিষেধক একশো শতাংশ সুরক্ষিত রাখতে সক্ষম নয়। ফলে মাস্ক বাড়তি সুরক্ষা জোগায়।

২) প্রতিষেধক নেওয়ার পরে শরীরে ঢুকে নিজের কাজ শুরু করতে সময় নেয়। তা কত দিনে কাজ করবে, নির্ভর করে ব্যক্তি বিশেষে।

৩) ধরা যাক প্রতিষেধক নেওয়ার পরে আপনি না হয় আর সংক্রমিত হলেন না। তাই বলে ভাইরাস ছড়ানো বন্ধ করবেন কি না, তা এখনও জানা নেই।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE