কাজ তো সব বসেই। সকাল থেকে সেই
এমনিতেও আজকাল এ বিপদ সবার। তার
ব্যথার নানান কারণ
কাজ তো সব বসেই। সকাল থেকে সেই
এমনিতেও আজকাল এ বিপদ সবার। তার
ব্যথার নানান কারণ
• বসে থাকলে শরীরের ভার কো
• গায়ে পর্যাপ্ত রোদ না লা
• দিনের শেষে আরাম কেদারায়
• নিয়ম মেনে কম্পিউটারে কাজ
• কি বোর্ডে আঙুল চালাতে চা
• সাধারণ চেয়ারে বসে অনেকক্
• চেয়ার টেবিলের উচ্চতা ঠিক
• হাড়ের ক্যালসিয়াম কমাতে ধূ
আরও পড়ুন : মাঝে মধ্যেই রাত জাগেন? বিপদ এড়াতে এই নিয়মগুলো মেনে চলুন
সমাধান
• এক ঘণ্টা বসে কাজ করার পর
• হাঁটু ব্যথা এড়াতে চে
• কাজ করতে করতে ঘাড় শক্ত লা
• আঙুল ও কব্জি ব্যথা করলে মা
• ৮–১০ ঘণ্টার কাজে অন্তত বা
• ভিটামিন ডি–এর অভাব মেটা
আরও পড়ুন : সৌরভ: কী হয়েছিল, কেন হয়েছিল
কাজের শেষে
• হয় হাঁটাচলা করুন, নয়তো শু
• কব্জি ব্যথা হলে গরম জলে
• বিশেষজ্ঞের কাছে শিখে ঘা
• ব্যথা বেদনা কম রাখতে পা
• টিভি এমন জায়গায় রাখুন, যা
• রোজ ২০–৩০ মিনিট হাঁটুন ও
ব্যথা কমাতে কী খাবেন, কী খাবেন
• ভিটামিন ডি ও ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার যেমন, ডিম, দুধ, দ
• মধ্যবয়সি মহিলারা দিনে এক
• চা, কফি, কোলা কম খান।