Advertisement
E-Paper

এ ভাবেও ফিরে আসা যায়, ক্যানসারকে ছক্কা মেরে দেখালেন যুবি

স্টিভ জোবস বেমক্কা বোল্ড আউট হয়ে গিয়েছিলেন ঠিকই। কিন্তু ক্যানসারের গুগলিকে সপাটে ছক্কা মেরে যুবরাজ সিংহ দেখিয়ে দিয়েছেন এ ভাবেও ফিরে আসা যায়। আর সে কারণেই তিনি এখন প্রত্যেক ক্যানসার আক্রান্তের মনের মানুষ! ঢাকার মীরপুর স্টেডিয়ামে এশিয়া কাপের গ্রুপ লিগের খেলায় যুবরাজের ব্যাটিং দেখে উজ্জীবিত গোটা বিশ্ব। জীবনযুদ্ধে জয়ী এই অল রাউণ্ডারের জার্ম সেল সেমিনোমা নামক ক্যানসার সম্পর্কে নানান তথ্য জানালেন খ্যাতনামা ক্যানসার বিশেষজ্ঞ ডাঃ গৌতম মুখোপাধ্যায়। স্টিভ জোবস বেমক্কা বোল্ড আউট হয়ে গিয়েছিলেন ঠিকই। কিন্তু ক্যানসারের গুগলিকে সপাটে ছক্কা মেরে যুবরাজ সিংহ দেখিয়ে দিয়েছেন এ ভাবেও ফিরে আসা যায়। আর সে কারণেই তিনি এখন প্রত্যেক ক্যানসার আক্রান্তের মনের মানুষ! ঢাকার মীরপুর স্টেডিয়ামে এশিয়া কাপের গ্রুপ লিগের খেলায় যুবরাজের ব্যাটিং দেখে উজ্জীবিত গোটা বিশ্ব। জীবনযুদ্ধে জয়ী এই অল রাউণ্ডারের জার্ম সেল সেমিনোমা নামক ক্যানসার সম্পর্কে নানান তথ্য জানালেন খ্যাতনামা ক্যানসার বিশেষজ্ঞ ডাঃ গৌতম মুখোপাধ্যায়।

শেষ আপডেট: ০৩ মার্চ ২০১৬ ১৪:৩৮

ক্যানসার শব্দটা আচমকা আমাদের এমন ধাক্কা দেয় যে সব অনুভুতিই কেমন যেন এলোমেলো হয়ে যায়। বিশেষ করে কাছের মানুষের এই রোগ হলে অসুখটা ভালো না মন্দ, চিকিৎসায় সাফল্যের হার কেমন তা নিয়ে ভাবনার ক্ষমতাও লোপ পায়। তবে চিকিৎসকদের হাতে এখন অনেক অস্ত্র, বেশ কিছু ক্যানসারকে খতম করতে পারেন সহজেই। সেই রকমই এক আপাত নিরীহ ক্যানসার হল জার্ম সেল সেমিনোমা। বুকের মাঝখানে বসে থাকে বলে এই অসুখের আর এক নাম হল মেডিয়াস্টিনাল সেমিনোমা। ক্যানসারে আক্রান্তদের তিন থেকে পাঁচ শতাংশ এই ধরনের সেমিনোমা দেখা যায়। আর সব থেকে আশার কথা হল এই যে, কেমোথেরাপির সাহায্যে এই রোগটি সম্পূর্ণ সারানো যায়।

সেমিনোমা নামক এই ক্যানসারের উৎস জার্ম সেল নামক বিশেষ এক ধরনের কোষ। জার্ম সেল আদতে এক ধরনের রিপ্রোডাক্টিভ সেল যা পরে পুরুষের শুক্রাণু ও মেয়েদের ডিম্বাণুতে পরিবির্তিত হয়। ভ্রূণ অবস্থাতেই জার্ম সেলের উৎপত্তি। এই ধরনের ক্যানসার মূলত টেস্টিস বা ওভারিতে হয়। বিরল কয়েকটি ক্ষেত্রে বক্ষ-গহ্বর বা শরীরের অন্য অংশে দেখা যায়। আর ঠিক তাই হয়েছিল ৩০-এ পৌঁছনো যুবরাজের। সাধারণত এই ধরণের ক্যানসার যুক্ত টিউমার আকারে বড় হলেও লোকালাইজড থাকে অর্থাৎ ক্যানসার ছড়ায় না। তাই কেমোথারাপি করে সহজেই নিশ্চিহ্ন করে দেওয়া যায় ভয়ানক মৃত্যুদূতকে।

তবে হ্যাঁ, ঠিক সময়ে ডাক্তার দেখানো আর যথাযথ চিকিৎসা তো করতেই হবে।

কী করে বুঝবেন

শুধু ক্যানসারই নয় যে কোনও অসুখের ক্ষেত্রে আর্লি স্টেজে রোগ নির্ণয় করা গেলে চিকিৎসায় ভাল ফল পাওয়া যায়। তাই উপসর্গ সম্পর্কে জেনে রাখা ভালো। ক্যানসারের কয়েকটি সাধারণ উপসর্গ হল খিদে কমে যাওয়া, কারণ ছাড়াই ওজন কমে যাওয়া, ক্লান্তি ইত্যাদি। এছাড়া টেস্টিস ফুলে গিয়ে ব্যাথা করে, গায়নোকোম্যাস্টিয়া অর্থাৎ পুরুষদের স্তন বাড়তে থাকে। যুবরাজের টিউমারটি বুকের মধ্যে ঘাপটি মেরে বসেছিল বছর তিনেক ধরে। মেডিয়াস্টিয়াল সেমিনোমার উপসর্গ অন্য রকম। টিউমারটি বড় হবার সঙ্গে সঙ্গে খাদ্যনালী ও শ্বাসনালীতে চাপ পড়ায় কাশি, শ্বাস কষ্ট, বমি, খাবার গিলতে কষ্ট ইত্যাদি সমস্যা হচ্ছিল। শুরুতে গুরুত্ব না দিলেও কষ্ট বেড়ে যাওয়ায় সম্বিত ফেরে, তখন টিউমারের আকার গল্ফ বলের মতো।

পরীক্ষা নিরীক্ষা

শুরুতে এক্স রে, সিটি স্ক্যান করে সন্দেহ হওয়ায় রক্তের কিছু বিশেষ পরীক্ষা এবং সিটি গাইডেড এফএনএসি করা হয়। তারপর টিউমার থেকে টিস্যু নিয়ে বায়োপ্সিও করা হয়। ২৫ থেকে ৩০ বছরে এই অসুখের প্রবণতা বেশি। অন্যান্য ক্যানসারের মতো এই রোগের সুনির্দষ্ট কারণ সম্পর্কে চিকিৎসকরা এখনও বিশ বাঁও জলে। তবে বংশে থাকলে এই অসুখের প্রবণতা অনেক বেশি। কোনও রকম উপসর্গ দেখলে অবশ্যই ডাক্তার দেখাতে হবে।

জীবনে ফিরে আসার "কাহানি"

নট অ্যাবাউট দ্য বাইক, মাই জার্নি ব্যাক টু লাইফ – ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন সাইক্লিস্ট ল্যান্স আর্মস্ট্রং এর জীবনী সেই কঠিন দিনগুলোতে যুবরাজকে ভালো থাকার অনুপ্রেরণা যুগিয়েছিল। ১৯৯৬ সালে ল্যান্স আর্মস্ট্রং স্টেজ ফোর মেডিয়াস্টিনাল সেমিনোমা নামক ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন। সেই যুদ্ধ জয় করে আর্মস্ট্রং ফিরে যান ভেলোড্রাম অর্থাৎ সাইক্লিং এর ট্র্যাকে। ছিনিয়ে নেন বিশ্ব সেরার মুকুট। তাই আর্মস্ট্রং-এর জীবনীকে "গীতা" র মতো সঙ্গী করে যুদ্ধ জয়ের শপথ নিয়েছিলেন যুবি। তারই প্রতইফলন এখন ক্রিকেটের মাঠে। সমস্ত ক্যানসারে আক্রান্তদের জন্যে যুবরাজের আহ্বান – উই আর নট অ্যাফ্রেড, ... উই শ্যাল ওভারকাম।

অনুলিখন – সুমা বন্দ্যোপাধ্যায়

আরও পড়ুন...

ঈশ্বরকে জিজ্ঞেস করতাম কেন যুবরাজের ক্যানসার হল: সচিন

yuvraj singh cancer gautam mukhopadhyay
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy