Advertisement
২১ মে ২০২৪

বন্ধ অপারেশন, ক্ষোভ খড়্গপুরের হাসপাতালে

নামেই মহকুমা হাসপাতাল। অথচ নেই পর্যাপ্ত চিকিৎসক। অ্যানাস্থেটিস্টের অভাবে বন্ধ রয়েছে ‘কোল্ড অপারেশন’। এই পরিস্থিতি বদলের দাবিতে সোমবার খড়্গপুর মহকুমা হাসপাতালের সামনে বিক্ষোভ দেখিয়ে স্মারকলিপি জমা দিল বস্তি উন্নয়ন সমিতি। কর্মসূচির নেতৃত্বে ছিলেন সমিতির জেলা সহ-সম্পাদক অনিল দাস। এ দিনের বিক্ষোভের শেষে ওই অপারেশন চালুর আশ্বাস দিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ।

নিজস্ব সংবাদদাতা
খড়্গপুর শেষ আপডেট: ১৫ জুলাই ২০১৪ ০২:৫০
Share: Save:

নামেই মহকুমা হাসপাতাল। অথচ নেই পর্যাপ্ত চিকিৎসক। অ্যানাস্থেটিস্টের অভাবে বন্ধ রয়েছে ‘কোল্ড অপারেশন’। এই পরিস্থিতি বদলের দাবিতে সোমবার খড়্গপুর মহকুমা হাসপাতালের সামনে বিক্ষোভ দেখিয়ে স্মারকলিপি জমা দিল বস্তি উন্নয়ন সমিতি। কর্মসূচির নেতৃত্বে ছিলেন সমিতির জেলা সহ-সম্পাদক অনিল দাস। এ দিনের বিক্ষোভের শেষে ওই অপারেশন চালুর আশ্বাস দিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ।

খড়্গপুর মহকুমার ১০টি ব্লক এই হাসপাতালের উপরই নির্ভরশীল। ২০১১ সালে রাজ্যের পালাবদলের পর স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্ব নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই হাসপাতালের পরিকাঠামো উন্নয়ন করে জেলাস্তরে উন্নীতকরণের কথা বলেছিলেন। সেই মতো নির্দেশিকাও এসেছিল হাসপাতালে। কিন্তু এরপর ফাইলবন্দিই রয়ে গিয়েছে বিভিন্ন পরিকল্পনা। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এখন হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসক নেই। এমনকী ভবন নির্মাণের ছ’বছর পরও চিকিৎসকের অভাবে এখনও চালু করা যায়নি ট্রমা কেয়ার ইউনিট প্রকল্পও। আবার এর মাঝে গত ২৩জুন থেকে বন্ধ হয়ে গিয়েছে অস্থি, গলব্লাডার, হার্নিয়া, অ্যাপেনডিক্স-সহ কম জরুরি ‘কোল্ড অপারেশন’। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি তিনজন অ্যানাস্থেটিস্টের মধ্যে একজন বদলি হয়ে যাওয়ায় জরুরি অপারেশনে চাপ বাড়ায় এই অপেক্ষাকৃত কম জরুরি অপারেশন বন্ধের এই সিদ্ধান্ত।

কিন্তু ২০ দিন পেরিয়ে গেলেও অপারেশন বন্ধ থাকায় দুর্ভোগে পড়েছেন রোগীরা। হাসপাতাল থেকেই নির্ধারিত দিনে অপারেশন করতে এসেও ফিরে যেতে হচ্ছে তাঁদের। তাই এ দিন এলাকার উন্নয়নের স্বার্থে বস্তি উন্নয়ন সমিতির পক্ষ থেকে বিক্ষোভ দেখানো হয়। হাসপাতাল সুপার তথা অতিরিক্ত মুখ্য স্বাস্থ্য আধিকারিক দেবাশিস পালকে একটি স্মারকলিপিও জমা দেন তাঁরা। বিক্ষোভকারীদের দাবি, অবিলম্বে কোল্ড অপারেশন চালু করতে হবে। এছাড়াও হাসপাতালে ট্রমা ইউনিট চালু করা, অস্থি বিভাগে সরঞ্জাম বাইরে থেকে না এনে হাসপাতালের নিজস্ব সরঞ্জাম কেনার দাবি তুলেছেন তাঁরা। সমিতি জেলা সহ-সম্পাদক অনিল দাস বলেন, “কোল্ড অপারেশন চালু-সহ হাসপাতালের সার্বিক উন্নয়নের দাবিতেই এই বিক্ষোভ কর্মসূচি।” হাসপাতালের সুপার তথা অতিরিক্ত মুখ্য স্বাস্থ্য আধিকারিক দেবাশিস পাল বলেন, “ডেপুটেশনে একজন অ্যানেস্থেটিস্ট পাওয়ায় আমরা চলতি সপ্তাহেই কোল্ড অপারেশন চালু করব। নিয়োগ প্রক্রিয়া শেষ হলে এ বছরের শেষ দিকে ট্রমা ইউনিটের জন্য চিকিৎসক আসবে আশা করছি। আর অস্থি বিভাগের অপারেশনের জন্য কিছু অতিরিক্ত সরঞ্জাম কেনার পরিকল্পনাও চলছে।”

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

kharagpur hospital operation theatre closed
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE