বৃষ্টি ভেজা পাহাড়, সবুজের ঘনঘটা, মাটির সোঁদা গন্ধ — সব মিলিয়ে উত্তর-পূর্ব ভারতে বৃষ্টি বেশ আকর্ষণীয়। সবুজে ঢাকা পাহাড়, ঘোলাটে-নীল আকাশ, অনন্য সুন্দর ঝর্ণা আর এই সবের মধ্যে বয়ে চলা নানা খরস্রোতা নদী নিয়ে ভারতের সাত বনের যে সৌন্দর্য গড়ে উঠেছে তা যেন আরও বেড়ে যায় বর্ষার আগমনে। এই ভরা বর্ষার মরশুমে আপনিও যদি খানিক ভিজে নিতে চান, তা হলে উত্তর-পূর্ব ভারতের বর্ষা আপনার কাছে হতে পারে একটি সুন্দর অভিজ্ঞতা। নীচের মনোরম ছবিগুলি আপনার সেই অভিজ্ঞতাকে জীবন্ত করে তুলবে-
মেঘে ঢাকা মেঘালয়ের পর্বত
ছবিটি একটি বৃষ্টিস্নাত সবুজে ঢাকা মেঘালয়ের পর্বতের। এই পর্বতের শোভা আরও বেড়ে যায়, যখন বর্ষার কালো মেঘ এর চারপাশ ঘিরে থাকে।