Advertisement
২৪ এপ্রিল ২০২৪
Monsoon Special

১৪টি মনোরম ছবি যা উত্তর-পূর্ব ভারতের বর্ষাকে জীবন্ত করে তুলবে

এই ভরা বর্ষার মরশুমে আপনিও যদি খানিক ভিজে নিতে চান, তা হলে উত্তর-পূর্ব ভারতের বর্ষা আপনার কাছে হতে পারে একটি সুন্দর অভিজ্ঞতা।

বর্ষায় সুন্দর অভিজ্ঞতা

বর্ষায় সুন্দর অভিজ্ঞতা

সংগৃহীত প্রতিবেদন
শেষ আপডেট: ১৯ জুলাই ২০২২ ১৮:৫৫
Share: Save:

বৃষ্টি ভেজা পাহাড়, সবুজের ঘনঘটা, মাটির সোঁদা গন্ধ — সব মিলিয়ে উত্তর-পূর্ব ভারতে বৃষ্টি বেশ আকর্ষণীয়। সবুজে ঢাকা পাহাড়, ঘোলাটে-নীল আকাশ, অনন্য সুন্দর ঝর্ণা আর এই সবের মধ্যে বয়ে চলা নানা খরস্রোতা নদী নিয়ে ভারতের সাত বনের যে সৌন্দর্য গড়ে উঠেছে তা যেন আরও বেড়ে যায় বর্ষার আগমনে। এই ভরা বর্ষার মরশুমে আপনিও যদি খানিক ভিজে নিতে চান, তা হলে উত্তর-পূর্ব ভারতের বর্ষা আপনার কাছে হতে পারে একটি সুন্দর অভিজ্ঞতা। নীচের মনোরম ছবিগুলি আপনার সেই অভিজ্ঞতাকে জীবন্ত করে তুলবে-

মেঘে ঢাকা মেঘালয়ের পর্বত

ছবিটি একটি বৃষ্টিস্নাত সবুজে ঢাকা মেঘালয়ের পর্বতের। এই পর্বতের শোভা আরও বেড়ে যায়, যখন বর্ষার কালো মেঘ এর চারপাশ ঘিরে থাকে।

মণিপুরের সবুজ উপত্যকা

নাম না জানা বিভিন্ন বুনো ফুলে সাজানো মণিপুরের সবুজ উপত্যকার এই ছবি আপনাকে নিয়ে যাবে তাদের মেঘে ঢাকা দেশে।

মণিপুরের সবুজ উপত্যকা

মণিপুরের সবুজ উপত্যকা

ছবির মতো সুন্দর মাজুলিতে মাছ-ধরা দৃশ্য

বিশ্বের বৃহত্তম নদী-দ্বীপ মাজুলির অতুলনীয় সৌন্দর্য আপনাকে অভিভূত করবে। স্বাগত জানাবে ব্রহ্মপুত্রের তীরের শান্ত পরিবেশে।

মাজুলির অতুলনীয় সৌন্দর্য

মাজুলির অতুলনীয় সৌন্দর্য

মেঘালয়ের জীবন্ত শিকড়-সেতু

চেরাপুঞ্জির খরস্রোতা নদীগুলির উপর দিয়ে রাবার গাছের শিকড় গজিয়ে প্রাকৃতিক উপায়ে তৈরি হয়েছে জীবন্ত ব্রিজ। বর্ষার মরশুমে যে কোনও কাঠের ব্রিজের থেকে এই ব্রিজ একটি ভরসাযোগ্য বিকল্প।

মেঘালয়ের জীবন্ত শিকড়-সেতু

মেঘালয়ের জীবন্ত শিকড়-সেতু

গ্যাংটকের প্রাণোচ্ছ্বল এমজি মার্গ

পাথুরে রাস্তা, আরামদায়ক ছোট ছোট ক্যাফে আর গ্যাংটকের এমজি মার্গ বাজারের শোরগোল আপনাকে সেখানে টেনে নিয়ে যাবে এক কাপ চায়ের জন্য।

এমজি মার্গ বাজার

এমজি মার্গ বাজার

বর্ষায় অসমের মাছ-ধরার দৃশ্য

বৃষ্টি মানেই বেশিরভাগ অসমীয়াদের কাছে প্রধান কাজ হল মাছ-ধরা। নদী-নালা থেকে ভেড়ি, বাঁশের খুঁটিতে বাঁধা মাছের ছিপ আর বৃষ্টির ছন্দ আপনাকে এক নৈসর্গিক অভিজ্ঞতা দিতে বাধ্য।

বর্ষায় অসম

বর্ষায় অসম

স্বপ্নের মতো নাগাল্যান্ডের মফঃস্বল

নাগাল্যান্ডের মফঃস্বলে রাস্তা দিয়ে যেতে যেতে যদি আপনি এক পশলা বৃষ্টি পেয়ে যান তাহলে সেই অভিজ্ঞতা আপনি চেয়েও ভুলতে পারবেন না কোনওদিন।

নাগাল্যান্ডের মফঃস্বল

নাগাল্যান্ডের মফঃস্বল

সিকিমের ছোট ছোট জনবসতি

বর্ষায় সিকিমের পাহাড়ি ছোট ছোট জনবসতি মেতে ওঠে অপার আনন্দে। ছবিতে তো বটেই, সামনে থেকে সেই দৃশ্য দেখলে মন ভরে উঠবে উচ্ছ্বাস আর আনন্দে।

বর্ষায় সিকিম

বর্ষায় সিকিম

মেঘালয়ের অভিজাত নোহকালিকাই ঝর্ণা

বিশাল বহমান স্রোত আর জলের ধোঁয়ায় ঢাকা ভারতের সব থেকে লম্বা ঝর্ণা মেঘালয়ের বর্ষার সম্পূর্ণ শক্তিকে যেন তুলে ধরে।

ভারতের সব থেকে লম্বা ঝর্ণা

ভারতের সব থেকে লম্বা ঝর্ণা

উত্তর অসমের সবুজ প্রকৃতি

অসমের নৈসর্গিক প্রকৃতির ক্যানভাসে বর্ষা নেমে আসা মানে নতুন করে সবুজাভ পরিবেশের সৃষ্টি। যে পরিবেশ মন ভাল করবেই।

অসমের নৈসর্গিক প্রকৃতি

অসমের নৈসর্গিক প্রকৃতি

অভূতপূর্ব খরস্রোতা ব্রহ্মপুত্র নদ

বৃষ্টি পরবর্তী গাঢ় কুয়াশায় ঢাকা খরস্রোতা ব্রহ্মপুত্র নদের দৃশ্য যেন অনন্য সুন্দর অনুভূতির জন্ম দেয়।

ব্রহ্মপুত্র নদ

ব্রহ্মপুত্র নদ

জোড়হাটের মেঘচুম্বী চা-বাগান

দু-এক পশলা ঝিরঝিরে বৃষ্টি, হাল্কা মিউজিককে সঙ্গে করে পড়ন্ত বিকেলে জোড়হাটের চা-বাগানের মধ্যে দিয়ে হাঁটা আপনাকে এক রোম্যান্টিক অনুভূতি দেবে।

জোড়হাটের চা-বাগান

জোড়হাটের চা-বাগান

ত্রিপুরার রাজকীয় উজ্জয়ন্ত প্যালেস

আকাশের বুকে গড়িয়ে চলা ঘন কালো মেঘ যেন ত্রিপুরার উজ্জয়ন্ত প্যালেসের আভিজাত্য সম্পূর্ণ করে।

উজ্জয়ন্ত প্যালেস

উজ্জয়ন্ত প্যালেস

ডিব্রু সাঁইখোয়া অভয়ারণ্যের বৃষ্টিস্নাত উপবন

ব্রহ্মপুত্র নদ আর ডিব্রু নদীর মাঝে লুকিয়ে থাকা এ যেন গুপ্তধনের সন্ধান। ডিব্রু সাঁইখোয়া অভয়ারণ্য ও তার সংলগ্ন উপবন বর্ষায় এক স্বর্গীয় রূপ নেয়।

সাঁইখোয়া অভয়ারণ্য

সাঁইখোয়া অভয়ারণ্য

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Monsoon Special travel Image Nature rainy day
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE