Advertisement
২০ এপ্রিল ২০২৪
Monsoon Special

বৃষ্টি-বাদলার দিনে যমজ চোখের চৌহদ্দি পেরিয়ে প্রাণের প্রোজেক্টরে স্মৃতির স্লাইড শো রানিং!

রোদ্দুর রঙের হৃদয় ফুঁপড়ে ফের জেটিতে। ওর মুখময় ম্রিয়মাণ মেঘ! — লেখক অভিজিৎ সাহা

ছবি: অভিজিৎ সাহা

ছবি: অভিজিৎ সাহা

সংগৃহীত প্রতিবেদন
শেষ আপডেট: ১৬ জুলাই ২০২২ ২৩:৫৪
Share: Save:

গন্তব্য গঙ্গার গা-লাগোয়া জেটি। ভটভটিতে চড়তেই হাপর বুকের এগজস্টার বেয়ে পাইকারি শ্বাস পড়ছিল কাঁধের কাছটায়। ওর মায়া মাখা মুখের মধ্যে মণিজোড়ার শাসন— “লোকে দেখছে!”

মুহূর্তে ম্যাজিক!

ঘ্যাটাং-ট্যাং, ভট-ভট-ভট আওয়াজের বেয়াক্কেলে রেওয়াজে বাতাসের সেকী গলা সাধা! ওর সরস্বতী-কোঁকড়া চুল ডানায় কনভার্ট! মণিযুগল শান্ত।

বেলুড় মঠে শ্রদ্ধা সেরে সবে সবুজ গালিচায় দেহ রেখেছি দু'জনে, রাপিড ফায়ার ত্রিশব্দ— "আমি কত নম্বর?"

ঠোঁট জোড়া কড় গোনে— প্রাইমারিতে অবচেতনে ক্লাসমেট, গানের স্কুলে একতরফা প্রেম, দু'তরফা ক্ষণপ্রেম, আর আজকের পর সর্বসাকুল্যে সাতদিনের সাক্ষাৎ-প্রেম স্থায়ী হলে— “চার।”

ততক্ষণে তিরন্দাজি স্বর-শর শেল হয়ে বিঁধেছে ও-বুকের খাঁচায়।

কাট-টু হনহনে পা আর বুক এফোঁড়-ওফোঁড় ব্যথায় আমি পিছুপিছু!

রোদ্দুর রঙের হৃদয় ফুঁপড়ে ফের জেটিতে। ওর মুখময় ম্রিয়মাণ মেঘ! কোত্থেকে কালো মেঘের শামিয়ানায় গোমড়ামুখো গোধূলি!

মুহূর্তে ম্যাজিক!

আমার ছলছল আঁখির উইন্ডস্ক্রিনে দেদার ঘন বর্ষার ওয়াইপার-ছটা! ঈশ্বরও সেদিন শুকশারির শোকে কাঁদছিলেন বলেই কী আজও ও-ই আমার সহধর্মিণী!

এই প্রতিবেদনটি ‘আষাঢ়ের গল্প’ কনটেস্ট থেকে সংগৃহীত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Monsoon Special আষাঢ়ের গল্প
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE